কথামালা

প্রতিশ্রুতি যা দিয়েছি, তার সবই পূরণ করব দ্বিতীয়মেয়াদে বাফুফের সভাপতি নির্বাচিত হওয়ার পর কাজী সালাউদ্দিন
১২ বছর ধরে কোচের কাজ করছি। জুন মাসে তো আমি উল্টো বিরক্ত হই খেলা থাকে না বলে
চার বছরেই পেপ গার্দিওলা ‘ক্লান্ত’ হয়ে পড়ায় বিস্মিত হোসে মরিনহো


আর তিনি? তিনি তো রেফারির সঙ্গে কখনোই কথা বলেন না। না, কখনোই না
সিটি কোচ রেফারিকে উত্ত্যক্ত করেছেন—ফার্গুসনের এমন অভিযোগের পাল্টা জবাবে রবার্তো মানচিনি

ক্যালিস নিশ্চয়ই উইকেটের পেছনে দাঁড়াবে না! সেটা হলে আমাদের অতিরিক্ত ৪০-৫০ রান গুনতে হবে
জ্যাক ক্যালিসও নয়, ব্যাটিং-বোলিং-উইকেটকিপিং মিলিয়ে তিনিই প্রকৃত ‘অলরাউন্ডার’ দাবি করে এবি ডি ভিলিয়ার্স

ভারতের এয়ারফোর্স আমাকে গ্রুপ ক্যাপ্টেন সম্মানে ভূষিত করেছে, কিন্তু এখনো বিমান চালানো শিখিনি। রাজনীতি শেখার ইচ্ছাও আমার নেই
পদটিকে সম্মান হিসেবেই দেখছেন জানিয়ে শচীন টেন্ডুলকার

একটি চুক্তি বাতিল করা অনেক ঝুঁকির ব্যাপার, তার পরও ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলার আশায় ঝুঁকিটা আমি নিয়েছি
এবার দেশটাই যে তাঁর কাছে বড়, সমারসেটের সঙ্গে চুক্তি না করে সেটাই জানালেন ক্রিস গেইল

No comments

Powered by Blogger.