প্রকাশনা

ল অব রিটস কন্সটিটিউশনাল রিমেডিস মো. জাকির হোসেন ইউনিভার্সাল বুক হাউস প্রকাশ: ফেব্রুয়ারি ২০১২, মূল্য: ১২০০ টাকা বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক মো. জাকির হোসেনের লেখা এটি একটি উল্লেখযোগ্য প্রকাশনা। রিট-সংক্রান্ত আইনকানুন নিয়ে বাংলাদেশের আইনি প্রকাশনার জগতে এটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বই।


এতে মোট ২৬টি অধ্যায় সংযোজিত হয়েছে। বাংলাদেশ এবং অন্যান্য দেশের সংবিধানে মৌলিক অধিকারগুলো কীভাবে সন্নিবেশিত হয়েছে, তা বিস্তারিত আলোচনা করা হয়েছে। এর সঙ্গে মৌলিক অধিকার লঙ্ঘনের প্রতিকারে রিটের এখতিয়ারগুলো ব্যাখ্যা করা হয়েছে। বাংলাদেশের সংবিধানে কীভাবে রিট করার বিষয়গুলো বলবৎ হয়েছে, তা তুলে ধরা হয়েছে। প্রতিটি অধ্যায়ে রিট-সম্পর্কিত আইনগুলোর ওপর বিস্তারিত আলোচনা। প্রতিটি অধ্যায়েই দেশ-বিদেশের উচ্চ আদালতের সিদ্ধান্ত জুড়ে দেওয়া হয়েছে। ফলে বইটি পেয়েছে ভিন্নমাত্রা। বইটির ভূমিকা লিখেছেন বিচারপতি হামিদুল হক। তিনি বইটি সম্পর্কে লিখেছেন, বইটি কেবল বিচারক এবং আইনজীবীই নয়, আইন শিক্ষার্থীদের রিট-সংক্রান্ত আইনকানুনের স্পষ্ট ধারণা পেতে সহায়ক হবে। তাঁর এ মন্ত্যবের সঙ্গে একমত হওয়া যায়।

No comments

Powered by Blogger.