জোটের শরিকদের খুঁজছে বিএনপি

শরিক দলগুলো নিয়ে চা-চক্রের আয়োজন করবে বিএনপি। তবে চট্টগ্রামে এ পর্যন্ত মাত্র ছয়টি দলের অস্তিত্ব খুঁজে পেয়েছে তারা। বাকিদের খুঁজে বেড়াচ্ছে। আরও কয়েকটি দলের নেতাকে পেলে এই চা-চক্রের আয়োজন করা হবে বলে বিএনপির একাধিক সূত্রে জানা গেছে। ১৮ এপ্রিল বিএনপির নেতৃত্বে আত্মপ্রকাশ ঘটেছে ১৮ দলীয় জোটের।


বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জোট গঠনের ঘোষণা দেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ১৮ দলের মধ্যে চট্টগ্রামে বিএনপি ছাড়া অন্য যেসব দল রয়েছে সেগুলো হলো: জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্যজোট, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), নাজিউর রহমান মঞ্জুরের ছেলের নেতৃত্বাধীন জাতীয় পার্টির খণ্ডিত অংশ, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও শওকত হোসেন ওরফে নিলুর নেতৃত্বাধীন গণতান্ত্রিক পার্টি (পিএনপি)।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার বলেন, ‘জোটের শরিক সব দলকে নিয়ে আমরা আন্দোলন-সংগ্রাম করব। ১৮ দলের অন্তর্ভুক্ত যেসব সংগঠন সক্রিয় রয়েছে তাদের নিয়ে আমাদের কর্মকাণ্ড ও সরকারবিরোধী আন্দোলন পরিচালিত হবে।’
চট্টগ্রামে কয়টি দলের অস্তিত্ব আছে এমন প্রশ্নের জবাবে গোলাম আকবর বলেন, ‘কেন্দ্রের নির্দেশে প্রতিটি জেলায় ১৮ দলের অন্তর্ভুক্ত যেসব সংগঠন রয়েছে, তাদের নিয়ে কাজ করতে নির্দেশনা দেওয়া আছে। চট্টগ্রামেও বেশ কয়েকটি দল আছে, যারা মাঠে-ময়দানে সক্রিয়। তাদের নিয়ে আমরা কাজ করতে চাই।’
চট্টগ্রামে কার্যত চারটি রাজনৈতিক দল সক্রিয় আছে। বিএনপি ছাড়া অন্য তিনটি দল হচ্ছে জামায়াতে ইসলামী, এলডিপি ও ইসলামী ঐক্যজোট। নামসর্বস্ব দল রয়েছে আরও তিনটি। ঢাকা থেকে জোটের পরিধি বাড়ানো হলেও অন্য ১১টি দলের অস্তিত্ব খুঁজে না পাওয়ায় বিএনপি এখনো আনুষ্ঠানিকভাবে চট্টগ্রামে ১৮ দলের ব্যানারে কোনো কর্মসূচি পালন করতে পারেনি। কারণ, জোটের বেশির ভাগ দলের কোনো অস্তিত্ব নেই চট্টগ্রামে। বিএনপির শীর্ষ নেতারা তা স্বীকার করেছেন। কেন্দ্রের নির্দেশ থাকা সত্ত্বেও একসঙ্গে ১৮ দল বসতে পারেনি।
চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন সরকারবিরোধী আন্দোলন জোরদার করতে বিএনপির নেতৃত্বে জোটের পরিধি বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘বিএনপির নেতৃত্বে গঠিত ১৮ দলীয় জোটের মধ্যে সাত-আটটি দলের স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলেছি। অন্য সংগঠনগুলোর স্থানীয় কমিটি এখনো হয়নি। তবে ঢাকা থেকে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা চট্টগ্রামে তাঁদের কমিটি করে দেবেন বলে আমাদের জানানো হয়েছে।’
শাহাদাৎ হোসেন আরও বলেন, ‘জোটের অন্তর্ভুক্ত আরও কয়েকটি দলের কমিটি হলে আমরা তাঁদের সঙ্গে চা-চক্রে বসব, কারণ সরকারবিরোধী আন্দোলন জোরদার করতে হলে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই।’
জামায়াতে ইসলামের মহানগরের আমীর ও সাংসদ শামসুল ইসলাম বলেন, ‘সব কটি দলের অস্তিত্ব চট্টগ্রামে আছে। অচিরেই ১৮ দলের নেতাদের সঙ্গে আমরা বসব। তখন আপনাকেও চা-চক্রের দাওয়াত দেওয়া হবে।’
সাংসদ শামসুল ইসলাম আরও বলেন, ‘১৪ দলের মধ্যে কি ১২ দলের অস্তিত্ব আছে? কিন্তু আমাদের ১৮ দলের অস্তিত্ব আপনারা খুঁজে পাবেন।’

No comments

Powered by Blogger.