গফরগাঁওয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে মৌলবাদীদেও হামলা- মঞ্চে অগি্নসংযোগ
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ উপজেলা পৌর শহরের গো-হাটা ময়দানের সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর করে পুড়িয়ে দিয়েছে একদল মৌলবাদী। ঘটনাটি ঘটে মঙ্গলবার সন্ধ্যায়।
প্রত্যদর্শীরা জানায়, গো-হাটা ময়দানে মাশরম্নমের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে দেশান বাংলাদেশ প্রাঃ লিঃ। এ উপল েকোম্পানির প থেকে এক সপ্তাহ পূর্বে উপজেলার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে দাওয়াতপত্র এবং দুই দিন ধরে ব্যাপক মাইকিং করা হয়। কিন্তু মঙ্গলবার সকাল থেকেই উলামায়ে মাসায়েখের নামে অশস্নীল কার্যকলাপ বন্ধের ল্যে স্থানীয় নতুনবাজার জামে মসজিদ চত্বরে এক আলোচনাসভার মাইকিং করা হয়। এ উপল েউপজেলার বিভিন্ন এলাকা থেকে ধর্মীয় লোকজন জমায়েত হয় নতুনবাজার মসজিদ চত্বরে। পরে তারা বাদ আছর নামাজ শেষে মসজিদ থেকে সেস্নাগান দিয়ে গো-হাটা ময়দানে সাংস্কৃতিক অনুষ্ঠানস্থল ঘেরাও করে অনুষ্ঠান প- করে দেয়। এ সময় বক্তব্য রাখেন মাওলানা হাদিউল ইসলাম, সাবেক স্পেশাল পিপি এ্যাডভোকেট কায়সার আহমেদ প্রমুখ। পরে আবারও বাদ মাগরিব মৌলবাদীর দল হামলা চালিয়ে মঞ্চ ভাংচুর করে পুড়িয়ে দেয়। এতে প্রায় পাঁচ লাখ টাকার যন্ত্রাংশ তি হয় বলে জানা যায়। এ ব্যাপারে দেশান বাংলাদেশ প্রাঃ লিঃ-এর স্থানীয় স্টক পয়েন্টের মালিক মীর মোহাম্মদ জায়েদ বলেন, আমরা এক সপ্তাহ পূর্বেই লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি সাপে েঅনুষ্ঠানের আয়োজন করেছিলাম। আমাদের অনুষ্ঠানে কোন অশস্নীলতা ছিল না। কিন্তু তবুও অজ্ঞাত কারণে মৌলবাদীরা অনুষ্ঠানটি প- করে দেয়। এ ব্যাপারে নতুনবাজার জামে মসজিদের ইমাম মাওলানা হাদিউল ইসলাম বলেন, আমাদের ইসলাম ধর্মে কোন গান-বাজনা নেই। তাই গান-বাজনার অনুষ্ঠান বন্ধ করে দিয়েছি। উলেস্নখ্য, এ অনুষ্ঠানে কোজ আপ ওয়ান তারকা রিংকুর গান পরিবেশন করার কথা ছিল। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা খেনচান জানান, আমার জানামতে এ অনুষ্ঠানে কোন অশস্নীলতা থাকার কথা নয়। কিন্তু এ সাংস্কৃতিক অনুষ্ঠান প- করে দেয়া ঠিক হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
No comments