ব্যতিক্রম
ব্যতিক্রম আছে সবকিছুতেই। তারই ধারাবাহিকতায় নিম্নোক্ত লেখায়ও ব্যতিক্রম কিছু লক্ষ করা যেতেই পারে। প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার আহ্বান জানাচ্ছেন ইকবাল খন্দকার শার্টটা যদি হয় ‘বন্ধুর শার্ট’ গায়ে দেওয়ার লোভ সামলানোই যায় না।
মেসটা যদি হয় ‘বন্ধুর মেস’
ঘন ঘন গিয়ে আড্ডা মারার লোভ সামলানোই যায় না।
বাইকটা যদি হয় ‘বন্ধুর বাইক’
যখন-তখন চড়ার লোভ সামলানোই যায় না।
টাকাটা যদি হয় ‘বন্ধুর টাকা’
দুই দিন পর পর ধার চাওয়ার লোভ সামলানোই যায় না।
মোবাইলটা যদি হয় ‘বন্ধুর মোবাইল’
দু-চার মিনিট কথা বলার লোভ সামলানোই যায় না।
ল্যাপটপটা যদি হয় ‘বন্ধুর ল্যাপটপ’
কিছুক্ষণ ফেসবুকে বসার লোভ সামলানোই যায় না।
কিন্তু পথটা যদি হয় ‘বন্ধুর পথ’*?
মাফ চাই বাপ, এই পথে আমি নাই।
*বন্ধুর পথ: উঁচু-নিচু আর দুর্গম পথ।
ঘন ঘন গিয়ে আড্ডা মারার লোভ সামলানোই যায় না।
বাইকটা যদি হয় ‘বন্ধুর বাইক’
যখন-তখন চড়ার লোভ সামলানোই যায় না।
টাকাটা যদি হয় ‘বন্ধুর টাকা’
দুই দিন পর পর ধার চাওয়ার লোভ সামলানোই যায় না।
মোবাইলটা যদি হয় ‘বন্ধুর মোবাইল’
দু-চার মিনিট কথা বলার লোভ সামলানোই যায় না।
ল্যাপটপটা যদি হয় ‘বন্ধুর ল্যাপটপ’
কিছুক্ষণ ফেসবুকে বসার লোভ সামলানোই যায় না।
কিন্তু পথটা যদি হয় ‘বন্ধুর পথ’*?
মাফ চাই বাপ, এই পথে আমি নাই।
*বন্ধুর পথ: উঁচু-নিচু আর দুর্গম পথ।
No comments