হেলমান্দে হত্যাকাণ্ড-পাঁচ ব্রিটিশ মেরিন সেনা অভিযুক্ত

আফগানিস্তানে একটি হত্যার ঘটনায় যুক্তরাজ্যের পাঁচ মেরিন সেনার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। হত্যায় জড়িত সন্দেহে গত সপ্তাহে ৯ মেরিন সেনাকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে চারজনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল রবিবার এ কথা জানিয়েছে।


গত বছর আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে ওই হত্যার ঘটনা ঘটে। আফগানিস্তানে যুদ্ধ চলাকালে এ ধরনের ঘটনায় ব্রিটিশ সেনা গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ দায়েরের ঘটনা এটাই প্রথম বলে মনে করা হচ্ছে।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, অভিযুক্তদের বিচারের আগ পর্যন্ত তাদের আটক রাখা হবে। ঘটনার তদন্ত চলছে। তাই এ সময়ে আর কোনো মন্তব্য করা উচিত হবে না। রয়্যাল মিলিটারি পুলিশ (আরএমপি) মামলাটি ব্রিটিশ সামরিক বাহিনীর সার্ভিস প্রোসিকিউটিং অথরিটির (এসপিএ) কাছে পাঠিয়েছে। সেনা আইনে বিচারকাজ পরিচালনার দায়িত্ব এসপিএর। ধারণা করা হচ্ছে, ২০১১ সালে হেলমান্দে মেরিন সেনাদের হাতে আফগানিস্তানে এক নিরস্ত্র 'বিদ্রোহী' হত্যার শিকার হয়েছেন। সেনারা তাদের ওপর দায়িত্ব অর্পণের বিধিমালা লঙ্ঘন করেছে। সূত্র : বিবিসি, এএফপি।

No comments

Powered by Blogger.