মৌরিতানিয়ার প্রেসিডেন্ট গুলিবিদ্ধ-সরকার বলছে 'দুর্ঘটনা'
মৌরিতানিয়ার প্রেসিডেন্ট মোহামেদ ওউল্দ আবদেল আজিজ (৫৫) গুলিবিদ্ধ হয়েছেন। তবে সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি। এমনকি কোথায় গুলি লেগেছে তাও জানানো হয়নি। শুধু বলা হয়েছে, গত শনিবার টহল সেনারা 'ভুল করে' প্রেসিডেন্টের গাড়িবহর লক্ষ্য করে গুলি ছুড়লে ওই ঘটনা ঘটে।
ইতিমধ্যে আবদেল আজিজের দেহে অস্ত্রোপচার করা হয়েছে। গতকাল রবিবার উন্নত চিকিৎসার জন্য তাঁকে ফ্রান্সে নিয়ে যাওয়া হয়েছে।
মৌরিতানিয়ার জাতীয় টেলিভিশনে জানানো হয়েছে, শনিবার রাজধানী নোয়কচটে টহলরত সেনারা 'ভুল করে' প্রেসিডেন্টের গাড়িবহর লক্ষ্য করে গুলি চালায়। আহত অবস্থায় তাঁকে রাজধানীর সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তাঁর অস্ত্রোপচার হয়। গতকাল তাঁকে প্যারিস নিয়ে যাওয়া হয়েছে।
যোগাযোগমন্ত্রী হামিদ আউলাদ মাহজাউব বলেন, 'প্রেসিডেন্টের গাড়িবহর রাজধানী ফেরার পথে টহলরত সেনারা চিনতে না পেরে ভুলবশত গুলি চালায়। এতে প্রেসিডেন্ট সামন্য আহত হন। আঘাত গুরুতর নয়, তাঁর জীবন নিয়েও কোনো শঙ্কা নেই।' দেশ ছাড়ার আগে আবদেল আজিজ সাংবাদিকদের বলেন, 'গত রাতে (শনিবার) সফল অস্ত্রোপচারের জন্য চিকিৎসকদের ধন্যবাদ।'
তবে আবদেল আজিজের দেহের কোথায় গুলি লেগেছে সরকারিভাবে তা জানানো হয়নি। হাসপাতাল সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গুলি প্রেসিডেন্টের পেটে বিদ্ধ হয়েছে। তবে তাঁর অবস্থা স্থিতিশীল। আবার নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাত দিয়ে এএফপি জানায়, অজ্ঞাত অস্ত্রধারীরা সরাসরি প্রেসিডেন্টের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। গুলি লেগেছে প্রেসিডেন্টের হাতে। সূত্র : বিবিসি, এএফপি, রয়টার্স।
মৌরিতানিয়ার জাতীয় টেলিভিশনে জানানো হয়েছে, শনিবার রাজধানী নোয়কচটে টহলরত সেনারা 'ভুল করে' প্রেসিডেন্টের গাড়িবহর লক্ষ্য করে গুলি চালায়। আহত অবস্থায় তাঁকে রাজধানীর সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তাঁর অস্ত্রোপচার হয়। গতকাল তাঁকে প্যারিস নিয়ে যাওয়া হয়েছে।
যোগাযোগমন্ত্রী হামিদ আউলাদ মাহজাউব বলেন, 'প্রেসিডেন্টের গাড়িবহর রাজধানী ফেরার পথে টহলরত সেনারা চিনতে না পেরে ভুলবশত গুলি চালায়। এতে প্রেসিডেন্ট সামন্য আহত হন। আঘাত গুরুতর নয়, তাঁর জীবন নিয়েও কোনো শঙ্কা নেই।' দেশ ছাড়ার আগে আবদেল আজিজ সাংবাদিকদের বলেন, 'গত রাতে (শনিবার) সফল অস্ত্রোপচারের জন্য চিকিৎসকদের ধন্যবাদ।'
তবে আবদেল আজিজের দেহের কোথায় গুলি লেগেছে সরকারিভাবে তা জানানো হয়নি। হাসপাতাল সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গুলি প্রেসিডেন্টের পেটে বিদ্ধ হয়েছে। তবে তাঁর অবস্থা স্থিতিশীল। আবার নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাত দিয়ে এএফপি জানায়, অজ্ঞাত অস্ত্রধারীরা সরাসরি প্রেসিডেন্টের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। গুলি লেগেছে প্রেসিডেন্টের হাতে। সূত্র : বিবিসি, এএফপি, রয়টার্স।
No comments