সেলিনার অনুদান
ইউনিসেফ’র জন্য জন্য দুই লাখ ডলার অনুদান তুললেন পপ টিন আইকন সেলিনা গোমেজ। তার সঙ্গে এই মহৎ উদ্দেশ্যে আরো যোগ দেন তার প্রেমিক এবং আরে টিন আইকন জাস্টিন বিবার এবং ফুটবল তারকা ডেভিড বেকহাম। জানা গেছে, ১৯ বছর বয়সী এই শিল্পী ২০০৮ সাল থেকে দরিদ্র দেশের শিশুদের খাদ্য ও নিরাপতারা নিশ্চিত করতে অর্থ সংগ্রহ করে আসছেন।
প্রতি বছরের মতো এবারও সেলিনা এবং তার ব্যান্ড ‘দ্য সিন’ ইউনিসেফ’র জন্য বিনা পারিশ্রমিকে একটি কনসার্ট অংশগ্রহণ করে। যেখান থেকে উঠে আসে দুই লাখ ডলার। যার পুরোটাই যাবে দুরদ্র দেশগুলো অপুষ্টিতে ভোগা শিশুদের কল্যাণে।
এই কনসার্ট শেষে সেলিনা তার ব্যক্তিগত ফেসবুক ফ্যানপেইজে লেখেন, “ধন্যবাদ সবাইকে, যারা এই মহৎ উদ্দেশ্যের অংশ নিয়েছ, একে সফল করেছ। প্রতিবছর আমি অপেক্ষা করি এই কনসার্টের জন্য, এতে পারফর্ম করার জন্য। এ বছর আমরা সব মিলিয়ে ২ লাখ ডলার তুলতে সক্ষম হয়েছি। আমরা এটা দিয়ে বিশ্বের অভুক্ত শিশুদের বাঁচানোর চেষ্টা করবো।”
এই কনসার্ট শেষে সেলিনা তার ব্যক্তিগত ফেসবুক ফ্যানপেইজে লেখেন, “ধন্যবাদ সবাইকে, যারা এই মহৎ উদ্দেশ্যের অংশ নিয়েছ, একে সফল করেছ। প্রতিবছর আমি অপেক্ষা করি এই কনসার্টের জন্য, এতে পারফর্ম করার জন্য। এ বছর আমরা সব মিলিয়ে ২ লাখ ডলার তুলতে সক্ষম হয়েছি। আমরা এটা দিয়ে বিশ্বের অভুক্ত শিশুদের বাঁচানোর চেষ্টা করবো।”
No comments