পুলিশের সঙ্গে সংঘর্ষ, গুলিতে ছাত্র নিহত

রাঙামাটির কাপ্তাইয়ের নতুন বাজার এলাকায় অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের (বিএসপিআই) ছাত্রদের সঙ্গে গতকাল সোমবার পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আবু রায়হান (২০) নামের এক ছাত্র মারা গেছেন।


নিহত রায়হান ইনস্টিটিউটের নির্মাণ বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তাঁর বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নজুমিয়া হাটে। স্থানীয় সূত্রের বিবরণ অনুযায়ী, গতকাল বিকেলে নতুন বাজার এলাকায় দ্রুত মোটরসাইকেল চালানোয় দুই ছাত্রকে থামান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরুজ্জামান। এর মধ্যে একজন পালিয়ে গেলেও আরাফাত নামের অন্যজনকে আটক করে পুলিশ। ইউএনও তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই ছাত্রকে তিন দিন পুলিশ হেফাজতে রাখা ও ৩০০ টাকা জরিমানার আদেশ দেন। এ খবরে ইনস্টিটিউট থেকে শতাধিক ছাত্র এসে আরাফাতকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। এ নিয়ে পুলিশের সঙ্গে ছাত্রদের সংঘর্ষ হয়। এ সময় রায়হান গুলিবিদ্ধ হন। তাঁকে প্রথমে চন্দ্রঘোনা ক্রিশ্চিয়ান মিশন হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে চট্টগ্রামে পাঠানো হয়।
চন্দ্রঘোনা মিশন হাসপাতালের চিকিৎসক রঞ্জিত দেওয়ান জানান, রায়হানের মাথায় গুলি লেগেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পরপরই নতুন বাজারের সব দোকানপাট বন্ধ হয়ে যায় এবং কাপ্তাই-চট্টগ্রাম সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবির সদস্যদের মোতায়েন করা হয়। রাতে রাঙামাটির জেলা প্রশাসক ঘটনাস্থলে পরিদর্শন করেন।
কাপ্তাই অঞ্চলের সহকারী পুলিশ সুপার প্রণব কুমার রায়ের ভাষ্যমতে, ছাত্ররা লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। পুলিশ আত্মরক্ষার্থে পাঁচটি ফাঁকা গুলি ছোড়ে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশের উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম প্রথম আলোকে জানান, হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকেরা গতকাল রাত পৌনে নয়টায় রায়হানকে মৃত ঘোষণা করেন।

No comments

Powered by Blogger.