কারিনার প্রকাশ্যে ধূমপানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা!
প্রকাশ্যে ধূমপানে নিষিদ্ধ হলেন বলিউড বেভো কারিনা কাপুর! না বাস্তবে নয়, ফিল্মে কারিনার ধূমপানের দৃশ্যতে আপত্তি জানায়েছে ভারতীয় সেন্সর বোর্ড। মাধুর ভান্ডারকারের ছবি ‘হিরোইন’-এ কারিনার ধুমপানের দৃশ্য ছবি ও ছবির ট্রেলর থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন সেন্সর বোর্ডের সদস্যরা।
মাধুর ভান্ডারকারের ‘হিরোইন’ ছবির ট্রেলর প্রদর্শন শুরু হবে আগামী ২৫ জুলাই থেকে। সম্প্রতি ছবিটির ট্রেলর সেন্সর বোর্ডের অনুমোদনের জন জমা দেওয়া হয়। চরিত্রের প্রয়োজনে এ ছবির কয়েকটি দৃশ্যে কারিনাকে ধুমপান করতে দেখা যায়। এতে সেন্সর বোর্ডের সদস্যরা আপত্তি জানান। তারা নির্দেশ দিয়েছেন, কারিনার ধুমপানের দৃশ্য ছবি থেকে কেটে ফেলতে হবে। শুধু তাই নয়, কারিনার কিছু অন্তরঙ্গ দৃশ্যের বিরুদ্ধেও আপত্তি জানায় সেন্সর বোর্ড।
ভারতীয় সেন্সর বোর্ডের অফিসার জে পি সিং বলেন, অনেক আগেই সিদ্ধান্ত নেয়া হয়েছিলো কোন ছবি বা ছবির ট্রেলরে ধুমপান প্রদর্শনের অনুমতি দেওয়া হবে না। ধূমপান জনস্বাস্থ্যের জন্যে ক্ষতিকর। ছবির মাধ্যমে সেলিব্রিটিদের ধুমপান করতে দেখানো হলে তা ভক্তদের উপর প্রভাব ফেলবে। তাই শুধু ট্রেলরেই নয়, পুরো ছবিতেও ধুমপান দৃশ্যে নিষেধাজ্ঞা রাখা হয়েছে। তবে ঝাপসা করে দৃশ্যটি ছবিতে বহাল রাখা যেতে পারে।
সেন্সর বোর্ডের এ আপত্তিতে খুশি নন ছবির পরিচালক সহ অন্যান্যরা। যেখানে বলিউড এখন হলিউডের ছবির সঙ্গে পাল্লা দিয়ে ছবি নির্মাণে ঝুঁকে পড়েছে, সে সময় সেন্সর বোর্ডের এ ধরনের হস্তক্ষেপ সত্যিই নিরাশজনক বলে মন্তব্য করেছেন ছবির সংশ্লিষ্টরা।
ভারতীয় সেন্সর বোর্ডের অফিসার জে পি সিং বলেন, অনেক আগেই সিদ্ধান্ত নেয়া হয়েছিলো কোন ছবি বা ছবির ট্রেলরে ধুমপান প্রদর্শনের অনুমতি দেওয়া হবে না। ধূমপান জনস্বাস্থ্যের জন্যে ক্ষতিকর। ছবির মাধ্যমে সেলিব্রিটিদের ধুমপান করতে দেখানো হলে তা ভক্তদের উপর প্রভাব ফেলবে। তাই শুধু ট্রেলরেই নয়, পুরো ছবিতেও ধুমপান দৃশ্যে নিষেধাজ্ঞা রাখা হয়েছে। তবে ঝাপসা করে দৃশ্যটি ছবিতে বহাল রাখা যেতে পারে।
সেন্সর বোর্ডের এ আপত্তিতে খুশি নন ছবির পরিচালক সহ অন্যান্যরা। যেখানে বলিউড এখন হলিউডের ছবির সঙ্গে পাল্লা দিয়ে ছবি নির্মাণে ঝুঁকে পড়েছে, সে সময় সেন্সর বোর্ডের এ ধরনের হস্তক্ষেপ সত্যিই নিরাশজনক বলে মন্তব্য করেছেন ছবির সংশ্লিষ্টরা।
No comments