মিসরের নতুন প্রধানমন্ত্রী হিশাম কান্দিল
মিসরের বিদায়ী সেচমন্ত্রী হিশাম কান্দিলকে নতুন প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। গতকাল মঙ্গলবার মিসরের রাষ্ট্রীয় টেলিভিশনে এই তথ্য জানানো হয়। কান্দিলকে নতুন মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছেন মুরসি।
অবাধ ও মুক্ত নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ২৫ দিন পর প্রধানমন্ত্রী নিয়োগের ঘোষণা দিলেন ইসলামপন্থী দল মুসলিম ব্রাদারহুডের নেতা মোহাম্মদ মুরসি। তাঁর মুখপাত্র ইয়াসির আলী জানান, 'অনেক পর্যালোচনা ও আলোচনার পর দেশপ্রেমী ও স্বাধীন মতের একজনকে প্রধানমন্ত্রীর পদে নিয়োগ দেওয়া হচ্ছে। বর্তমান পরিস্থিতিকে সামাল দিতে পারেন এমন একজনকেই খোঁজা হচ্ছিল।'
মুরসি গত মাসে প্রেসিডেন্ট নির্বাচিত হন। তবে তাঁর নির্বাচনের ফল ঘোষণার মাত্র কয়েক দিন আগেই মিসরের সর্বোচ্চ সামরিক পরিষদ পার্লামেন্টকে অবৈধ ও পার্লামেন্ট নির্বাচনকে অসাংবিধানিক ঘোষণা করে। সাংবিধানিক আদালতের এক রায়ের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেয় সামরিক পরিষদ। মুরসি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সামরিক পরিষদ মনোনীত কামাল গানজৌরির সরকার পদত্যাগ করে। গানজৌরি সরকারের সেচমন্ত্রী ছিলেন হিশাম। সূত্র : এএফপি।
মুরসি গত মাসে প্রেসিডেন্ট নির্বাচিত হন। তবে তাঁর নির্বাচনের ফল ঘোষণার মাত্র কয়েক দিন আগেই মিসরের সর্বোচ্চ সামরিক পরিষদ পার্লামেন্টকে অবৈধ ও পার্লামেন্ট নির্বাচনকে অসাংবিধানিক ঘোষণা করে। সাংবিধানিক আদালতের এক রায়ের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেয় সামরিক পরিষদ। মুরসি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সামরিক পরিষদ মনোনীত কামাল গানজৌরির সরকার পদত্যাগ করে। গানজৌরি সরকারের সেচমন্ত্রী ছিলেন হিশাম। সূত্র : এএফপি।
No comments