সমস্যার নাম এয়াকিউয়াতলুয়োকুটল
ছাইয়ের মেঘের জন্য দায়ী আগ্নেয়গিরির নাম এয়াকিউয়াতলুয়োকুটল। শব্দটির অর্থ দ্বীপ-পাহাড়ের হিমবাহ। ‘এয়া’ অর্থ দ্বীপগুলো। ‘কিউয়া’ অর্থ পাহাড়। ‘য়োকুটল’ অর্থ হিমবাহ। এয়াকিউয়াতলুয়োকুটলকে নিয়ে দুশ্চিন্তার একটি কারণ হচ্ছে, ইতিহাসে দেখা গেছে এটির অগ্ন্যুৎপাতের পর দেশের সবচেয়ে মারাত্মক আগ্নেয়গিরিগুলোর একটি কাটলাও সক্রিয় হয়ে উঠেছে। সুখবর হচ্ছে, এ বছর এখন পর্যন্ত কাটলার খেপে ওঠার কোনো লক্ষণ দেখা যায়নি।
আইসল্যান্ড দ্বীপ ও আশপাশে সক্রিয় আগ্নেয়গিরির সংখ্যা ৩৫।
শোনা গেছে কমেডিয়ান জন ক্লিজ ব্রাসেলস থেকে অসলো গেছেন ট্যাক্সিতে। ঘটনাটা কমেডিসুলভ হলেও খরচটা মোটেই নয়। এ জন্য বেচারাকে গুনতে হয়েছে পাঁচ হাজার ১০০ ডলার!
আইএটিএর দেওয়া হিসাবে, বিমান কোম্পানিগুলোর প্রতিদিন ক্ষতি হয়েছে ২০ কোটি ডলারের বেশি।
শোনা গেছে কমেডিয়ান জন ক্লিজ ব্রাসেলস থেকে অসলো গেছেন ট্যাক্সিতে। ঘটনাটা কমেডিসুলভ হলেও খরচটা মোটেই নয়। এ জন্য বেচারাকে গুনতে হয়েছে পাঁচ হাজার ১০০ ডলার!
আইএটিএর দেওয়া হিসাবে, বিমান কোম্পানিগুলোর প্রতিদিন ক্ষতি হয়েছে ২০ কোটি ডলারের বেশি।
No comments