আপনি কি জানেন-ব্যাঙ্গাত্মক সাহিত্য
সাহিত্যে ব্যঙ্গ-বিদ্রুপাত্মক বা শ্লেষাত্মক (স্যাটায়ার) বাক্যের ব্যবহার অনেক পুরোনো। সেই ব্যবিলনীয় সভ্যতার সময় থেকে সাহিত্যে ব্যঙ্গ-বিদ্রুপাত্মক ও শ্লেষাত্মক শব্দ এবং বাক্যের ব্যবহার খুঁজে পেয়েছেন সাহিত্য-গবেষকেরা। খ্রিষ্টপূর্ব ১৫০০ থেকে ১০০০ শতকের মধ্যে যে ব্যবিলনীয় সাহিত্যের অস্তিত্ব পাওয়া গেছে, সেখানে ক্রীতদাস ও মালিকের
মধ্যকার কথোপকথনের অংশে ব্যঙ্গ বা শ্লেষমিশ্রিত কিছু বাক্য দেখা যায়। সেখানে বিদ্রুপাত্মক ঢঙে মালিক ও ক্রীতদাসের মধ্যকার সামাজিক পার্থক্য ফুটিয়ে তোলা হয়েছে। সেখানে ক্রীতদাসের ওপর মালিকের যে অধিকার আছে, সেটা মালিকের সংলাপের মধ্য দিয়ে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে। ক্রীতদাসের কথায়ও ফুটে উঠেছে মালিকের প্রতি তাঁর শ্লেষ।
দ্য পেঙ্গুইন বুক অব ফার্স্ট অবলম্বনে নাইর ইকবাল
দ্য পেঙ্গুইন বুক অব ফার্স্ট অবলম্বনে নাইর ইকবাল
No comments