ভেনিসের পাখি by মুজতবা আহমেদ মুরশেদ

না আসুক সে, পাখিরা তো এল ভূমধ্যসাগর ছুঁয়ে
ভেনিসের জলের গলিপথে কত সুখ, তাই নিয়ে
আমার দেহে, চুলে খুঁটে দ্যাখে পলিমাটি, সবুজ শ্যামল।


সুধোয় আমিও পাখিদের মতো কি না, উড়ি—
শস্যদানায় ভরে মন মানুষেরা জানে কী সঙ্গম-বিপুল প্রণয়...
আমিও কি বাঁধি ঘর, পাখিদের মতো খুব সংসারী...!
আমি তো হাসি ওদের জাদুময় কৌতূহলে,
ভূমধ্যসাগরের মগ্নজীবনে পালকের কাতুকুতু মেখে
বলি—নীলাভ চোখের এক চঞ্চল পাখি যদি কথা বলে,
সব জানা যাবে যদি সে আসে—সে ।

No comments

Powered by Blogger.