মা তো আমার by আখতার হুসেন
মা তো আমার কল্পলোকের গল্প বলার বুড়ি
মা তো আমার মনের কথা জমিয়ে রাখার ঝুড়িমা তো আমার শীতের ভোরে মিষ্টি রসের পিঠে
মা তো আমার খেজুর গুড়ে মুখটি ভরা মিঠে।
মা তো আমার মনের কথা জমিয়ে রাখার ঝুড়িমা তো আমার শীতের ভোরে মিষ্টি রসের পিঠে
মা তো আমার খেজুর গুড়ে মুখটি ভরা মিঠে।
মা তো আমার জোছনা রাতের আলো ভুবন ভরা,
মা তো আমার শিউলি ঝরা সকাল পাগল করা।
মা তো আমার রঙিন সুতোয় নকশি তোলা কাঁথা,
মা তো আমার হাওয়ায় কাঁপা সবুজ কলার পাতা।
মা তো আমার ছুঁয়ে দেয়া লজ্জাবতীর লতা,
মা তো আমার ঢেউ ছলছল নদীর কথকতা।
মা তো আমার পদ্ম-ছাওয়া দিঘি কাজল কালো,
মা তো আমার নদীর জলে বিকেল বেলার আলো।
মা তো আমার নীল আকাশের ধবল মেঘের পাখি
মা তো আমার অশান্ত এক পাখির ডাকাডাকি।
মা তো আমার অনেক দামি সোনার জাদুকাঠি,
মা তো আমার সবুজ শ্যামল ঘাসে-ছাওয়া মাটি।
মা তো আমার শিউলি ঝরা সকাল পাগল করা।
মা তো আমার রঙিন সুতোয় নকশি তোলা কাঁথা,
মা তো আমার হাওয়ায় কাঁপা সবুজ কলার পাতা।
মা তো আমার ছুঁয়ে দেয়া লজ্জাবতীর লতা,
মা তো আমার ঢেউ ছলছল নদীর কথকতা।
মা তো আমার পদ্ম-ছাওয়া দিঘি কাজল কালো,
মা তো আমার নদীর জলে বিকেল বেলার আলো।
মা তো আমার নীল আকাশের ধবল মেঘের পাখি
মা তো আমার অশান্ত এক পাখির ডাকাডাকি।
মা তো আমার অনেক দামি সোনার জাদুকাঠি,
মা তো আমার সবুজ শ্যামল ঘাসে-ছাওয়া মাটি।
No comments