পাকিস্তানি মডেল তাহমিনা প্লেবয়ে
বলিউডের ছবিতে শরীরি উত্তাপ ছড়ানোর দায়ে ভিনা মালিকের তীব্র সমালোচনায় মেতে উঠেছিলেন পাকিস্তানি বোদ্ধারা। সে সময় পাকিস্তানের অনেকে মতামত দিয়েছিলেন, নগ্ন ছবি প্রকাশের মাধ্যমে পাকিস্তানের ধর্মীয় এবং সামাজিক অনুভূতিতে আঘাত হেনেছেন মালিক৷
ভিনা মালিকের পাকিস্তানি নাগরিকত্ব বাতিল করা হোক এবং তাঁকে যেন কখনোই পাকিস্তানে বসবাসের সুযোগ দেওয়া না হয়৷অথচ সে দেশেরই আরেক আলোচিত মডেল যখন প্লেবয়ের প্রচ্ছদে জায়গা নিতে যাচ্ছেন তখন তারাই মুখে কুলুপ এঁটে বসে আছেন। সম্প্রতি তাহমিনা আফজাল নামক এই মডেল সম্প্রতি প্রখ্যাত ম্যাগাজিন প্লেবয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।
পরবর্তী সংখ্যার জন্য ইতোমধ্যে অর্ধনগ্ন ছবিও তুলেছেন তিনি। এ কারণে সেসব বোদ্ধার প্রতি আঙ্গুল তুলছেন পাকিস্তানের অন্য তারকারা। অবশ্য, তাহমিনা আফজাল বিষয়ে এখনো পাকিস্তান সরকারের পক্ষ থেকে কোন মন্তব্য করা হয়নি৷
এনসিএন : ১৪২০৪
No comments