আমি একাই ভালো আছিঃ নার্গিস
বলিউড অভিনেতা ও প্রযোজক উদয় চোপড়ার সাথে অভিনেত্রী নার্গিস ফাখরির সম্পর্কের কথা মিডিয়ায় ছড়িয়ে পড়ে। খবর প্রকাশ হয় যে আসছে মার্চ মাসে তারা একে অপরকে বিয়ে করতে যাচ্ছেন। কিন্তু এ খবর প্রকাশের পর মুখ খুললেন নার্গিস।
তিনি বলেন ‘আমি একাই ভালো আছি। এখনই আমি কাউকে বিয়ে করছি না। এখন শুধু নিজের কাজ নিয়ে থাকতে চাই। কারা এ ধরণের গুজব ছড়িয়েছে জানি না’২০১১ সালে মুক্তি পাওয়া ‘রকস্টার’ ছবি দিয়ে আলোচনায় এসেছিলেন ৩৩ বছর বয়সী নার্গিস ফাখরি। তিনি এখন ব্যস্ত আছেন তার নতুন ছবির শুটিং নিয়ে।
সূত্র : এনডিটিভি
No comments