ভারতের প্রধানমন্ত্রী হবেন যোগী!
২০২৪
সালে ভারতের প্রধানমন্ত্রী হবেন যোগী আদিত্যনাথ। উত্তর প্রদেশের
মুখ্যমন্ত্রীর আগমনে গোরক্ষপুর মুখরিত হচ্ছে এমনই স্লোগানে। দুই দিনের সফরে
নিজের কেন্দ্র গোরক্ষপুরে গিয়েছেন যোগী আদিত্যনাথ। সকাল থেকেই গোরক্ষনাথ
মন্দিরে তাকে দেখার জন্য ভিড় জমিয়েছেন অনুগামীরা। দূর দূর থেকে এসেছেন
অনেকে। সবারই বক্তব্য, মুখ্যমন্ত্রী হয়েছেন, এবার প্রধানমন্ত্রী হবেন তিনি।
যোগী ক্ষমতায় আসার পরেই একাধিক নতুন কর্মকাণ্ড শুরু করে দিয়েছেন। যার
মধ্যে অন্যতম পান মশলায় নিষেধাজ্ঞা আর কষাইখানায় বন্ধের উদ্যোগ। কাজ শুরুর
প্রথম দিনের উত্তর প্রদেশের আইনশৃঙ্খলা কঠোর করার দিকে জোর দিয়েছেন তিনি।
সেই সঙ্গে শুরু হয়ে গেছে স্বচ্ছতা অভিযান। আইনশৃঙ্খলা রক্ষায় ইতিমধ্যেই
যোগীর অ্যান্টি রোমিও স্কোয়াড কাজ শুরু করে দিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী
মোদির সঙ্গে নাকি একাধিক মিল রয়েছে যোগীর। মোদির মতোই যোগী অবিবাহিত। দেশের
জন্যই কাজ করবেন তিনি। এমনই বিশ্বাস গোরক্ষপুরের। তাই ২০২৪–এ দিল্লিতে তার আসন পাকা। এমনই দাবি গোরক্ষপুরের।
No comments