চীনে বিদ্যুৎকেন্দ্রে সরঞ্জাম ধসে ৯ জনের মৃত্যু
চীনের
দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে একটি বিদ্যুৎকেন্দ্রে সরঞ্জাম ধসে নয়জনের
মৃত্যু ও অপর দু'জন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
আউটার
কংহুয়া ডিস্ট্রিক্ট এর স্থানীয় সরকার সূত্রে জানা গেছে, প্রাদেশিক রাজধানী
গুয়াংঝৌয়ে স্থানীয় সময় সকাল ৮টার দিকে ৭ নম্বর থেরমাল বিদ্যুৎ কেন্দ্রে
ধসের ঘটনাটি ঘটে। নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রটি কংহুয়ায় অবস্থিত। সরকার এই
ঘটনায় একটি তদন্ত শুরু করেছে।
No comments