২৭০ ভারতীয়কে ফেরত পাঠাতে চায় আমেরিকা

২৭০ ভারতীয়কে ফেরত পাঠাতে চায় মার্কিন সরকার। সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়ে একথা জানিয়েছে আমেরিকা। পররাষ্টমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছেন, আমেরিকার দাবি ২৭০ জন ভারতীয় যুক্তরাষ্ট্রে বেআইনিভাবে বসবাস করছে। তাদের দেশে ফেরানোর আগে আমেরিকার কাছে ২৭০ জনের নামের তালিকা চেয়ে পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার সংসদ অধিবেশনে সুষমা স্বরাজ বলেন, ২৭০ জন ভারতীয় কিনা তা খতিয়ে দেখা হবে। সেইসাথে তারা যে ভারতীয় তার প্রমাণ হিসেবে একটি সার্টিফিকেটও দিতে বলা হয়েছে ট্রাম্প প্রশাসনকে। ভারতীয়দের উপর যুক্তরাষ্ট্রের বিদ্বেষমূলক আচরণ বৃদ্ধি পাওয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষ নজর দেয়া হচ্ছে। যদিও ওয়াশিংটানের দাবি, ২০০৯ থেকে ২০১৪–র মধ্যে প্রায় এক লাখ ৩০ হাজার ভারতীয় শরণার্থী বৃদ্ধি পেয়েছে আমেরিকায়। এদের মধ্যে প্রায় অর্ধেক ভারতীয় বেআইনিভাবে বসবাস করছেন। হোমল্যান্ড সিকিওরিটি এজেন্সির দাবি, ভিসার মেয়াদ পূর্ণ হয়ে যাওয়ার পরেও নানা উপায়ে এইসব ভারতীয়রা আমেরিকায় বসবাস করছে। ২০১৫–আর্থিক বর্ষের হিসেবে ১২ হাজার ৮৮৫ জন ভারতীয় ভিসের মেয়াদ পূর্ণ হয়ে গেছে। তারপরেও তারা রয়ে গেছে আমেরিকায়। প্রতিবছর এইচ ওয়ান বি ভিসা নিয়ে হাজারের উপর ভারতীয় আমেরিকায় আসেন, সেটি রিনিউ করিয়েই বছরের পর বছর থেকে যান। ট্রাম্প প্রশাসন এবার সেইসব ভারতীয়দের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে প্রস্তত। সেকারণে আগে থেকেই পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়ে এই বিষয়ে বিশদ তথ্য দিয়ে রেখেছে তারা।

No comments

Powered by Blogger.