সাগরে নামছে চীনের দ্বিতীয় বিমানবাহী রণতরী!
চীনের
দ্বিতীয় বিমানবাহী রণতরী আগামী মাসের শেষের দিকে সাগরে নামানো হবে। চীনের
স্থানীয় সংবাদ মাধ্যম এ খবর দিয়েছে। সাইনা নিউজ পোর্টাল নামের একটি সংবাদ
সংস্থা জানিয়েছে, ইন্টারনেটে দ্বিতীয় লিয়াওনিং বিমানবাহী রণতরীর কিছু ছবি
প্রকাশিত হয়েছে। এসব ছবি বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা ধারণা করছেন, এপ্রিল
মাসের শেষে হয়ত সাগরে নামবে এ রণতরী। বিশেষ করে চীনের গণমুক্তি ফৌজ বা
পিএলএ'র নৌবাহিনী প্রতিষ্ঠার বার্ষিকীতে এ রণতরীকে সাগরে নামানো হতে পারে।
২৩ এপ্রিল হলো ওই বার্ষিকী।
এর আগে সাবেক সোভিয়েত ইউনিয়নের রণতরী ভারিয়াগে
ব্যাপক সংস্কার এনে চীনের প্রথম বিমানবাহী রণতরী লিয়াওনিং তৈরি করা হয়েছিল।
২০১১ সালে একে পরীক্ষামূলক ভাবে সাগরে নামানো হয় এবং ২০১২ সালে চীনা
নৌবাহিনীর অন্তর্ভুক্ত হয় এটি। ২০১৫ সালে দ্বিতীয় বিমানবাহী রণতরী
নির্মাণের পরিকল্পনা ঘোষণা করে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। দ্বিতীয় রণতরী
পুরোপুরিভাবেই চীনে তৈরি করা হচ্ছে বলে ঘোষণা করা হয়েছিল।
সূত্র : ওয়েবসাইট
সূত্র : ওয়েবসাইট
No comments