প্রেসিডেন্ট যখন ট্রাক ড্রাইভার
ট্রাক
চালালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি জানায়, ট্রাম্প তার
স্বাস্থ্যসেবা সংস্কার সম্পর্কিত বিলের পক্ষে বৃহস্পতিবার প্রচারণা
চালাচ্ছিলেন। এর মধ্যেই তিনি হোয়াইট হাউসে ট্রাক ড্রাইভার ও ট্রাক মালিকদের
স্বাগত জানান এবং তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর হোয়াইট হাউসের বাইরে
পার্ক করা একটি ট্রাকে কয়েক মিনিট সময় কাটান।
প্যান্ট-শার্ট-টাই পরা ৭০ বছর
বয়সী প্রেসিডেন্ট সোৎসাহে ট্রাক চালানোর ছলে হর্নও বাজান কয়েকবার এবং কিছু
মজার ভঙ্গি করেন। ট্রাম্পের এই ট্রাক চালোনোর ছবি মুহূর্তেই ইন্টারনেট
জগতে ভাইরাল হয়ে যায়। ট্রাক ড্রাইভারদের সঙ্গে বৈঠককালে তিনি বলেন, ট্রাক
ড্রাইভাররা যেভাবে আমেরিকা চেনেন, সেভাবে আর কেউ চেনে না।
No comments