রাজশাহীতে ছুরিকাঘাতে ছাত্রলীগকর্মী জখম
রাজশাহী
নগরীতে পূর্ব শত্রুতার জের ধরে শাহ মখদুম থানা ছাত্রলীগের সদস্য ফরিদুল
ইসলাম ফরিদ (১৯) ছুরিকাঘাতে জখম হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে
নগরীর নওদাপাড়া পোস্টাল একাডেমি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে
গুরুতর অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি
করেন। এ ঘটনায় তার বন্ধু লেলিন ও আশিক আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া
হয়েছে। এ বিষয়ে শাহ মখদুম থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ বলেন,
রাতে ফরিদ, লেলিন ও আশিক একসঙ্গে হাঁটছিল।
এসময় নক্ষত্র, দানিয়াল ও
সমাপ্তসহ আরো কয়েকজন ঘিরে ধরে ধারালো ছুরি দিয়ে তাদের আঘাত করে। এর ফলে
ফরিদ গুরুতর আহত হয়। ফরিদকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত রামেক হাসপাতালে
ভর্তি করেন। ছুরিকাঘাতে তার পেটে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। ফরিদ
হাসপাতালের চার নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। এ ব্যাপারে শাহ মখদুম থানার
ওসি জিল্লুর রহমান বলেন, এখনো কোনো অভিযোগ আসেনি। তবে অভিযোগ পেলে এ
ব্যাপারে কার্যকর আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
No comments