সবাইকে সরে যেতে নির্দেশ
সিলেট
নগরীর দক্ষিণ সুরমা থানার শিববাড়ি এলাকার জঙ্গি আস্তানা ‘আতিয়া মহল’র
আশপাশ থেকে লোকজনকে এক কিলোমিটার দূরে সরে যেতে মাইকিং করা হয়েছে। শনিবার
সকাল ৭টার দিকে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে মাইকিং করা হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রোকনউদ্দিন যুগান্তরকে জানান,
লোকজনকে সরে যেতে মাইকিং করার পর জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষকে তলব করা হয়।
পরে তারা এসে 'আতিয়া মহল’র গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে। এর আগে শুক্রবার ভোর
৫টা থেকে জঙ্গি আস্তানাটি ঘিরে রাখে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। ওই বাড়ির
নিচতলায় অবস্থান করছে নব্য জেএমবির শীর্ষ নেতা মুসাসহ ৪ জঙ্গি।
পুলিশ
জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানালে তারা গ্রেনেড ছুড়ে মারে। জবাবে পুলিশও
বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এর আগে পুলিশ বাড়িটির প্রধান ফটকে তালা
লাগিয়ে দেয়। বিচ্ছিন্ন করে দেয়া হয় বিদ্যুৎ সংযোগ। এতে ওই বাড়িতে অবরুদ্ধ
হয়ে পড়েন একজন পুলিশ কর্মকর্তার স্ত্রী-সন্তানসহ ১৬টি পরিবার। এদিকে
অভিযানের প্রস্তুতিতে ব্যস্ত রয়েছে যৌথ বাহিনীর সদস্যরা। কখন অভিযান শুরু
হবে এ ব্যাপারে জানতে চাইলে রাতে সিলেট পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা নাম
প্রকাশ না করে বলেন, 'আমরা অভিযানের প্রস্তুতি নিচ্ছি। দফায় দফায় বৈঠক
হচ্ছে। জঙ্গিদের অবস্থান, কিভাবে অভিযান হবে এসব নিয়ে কৌশল ঠিক করা হচ্ছে।
ঢাকা থেকে বিশেষ টিম সোয়াত যোগ দিয়েছে। জালালাবাদ ক্যান্টনমেন্ট থেকে
সেনাবাহিনীর একটি অগ্রবর্তী টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।'
No comments