'জঙ্গি ও মাদকের বিরুদ্ধে গণসচেতনতা তৈরি করতে হবে'
ছাত্রলীগের
সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেছেন, এ সময়ে জঙ্গিবাদ ও মাদক বড় সমস্যা
হিসেবে দেখা দিয়েছে। এই সমস্যার সমাধানে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, সবাইকে
এগিয়ে আসতে হবে। দেশব্যাপি গণসচেতনতা তৈরি করতে হবে। শুক্রবার ফরিদপুর
সরকারি মেডিকেল কলেজ অডিটোরিয়ামে ছাত্রলীগের প্রতিনিধি সভায় তিনি এসব কথা
বলেন। ২৯ মার্চ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফরিদপুরের
জনসভা সফল করতে এই প্রতিনিধি সভার আয়োজন করে জেলা ছাত্রলীগ। সাইফুর রহমান
সোহাগ বলেন, ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে নিজ নিজ এলাকায়
জঙ্গিবাদ-সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে।
যারা এসব করছে
তারা সংখ্যায় খুবই কম। জনগণ প্রতিরোধ শুরু করলে এরা কোণঠাসা হয়ে পড়বে। ধীরে
ধীরে নির্মূল হবে। তিনি বলেন, ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব
হচ্ছে দেশবাসীকে জঙ্গিবাদের কুফল সর্ম্পকে সচেতন করা। মাদকের বিরুদ্ধে
ছাত্র ও যুব সমাজকে সচেতন করা। ছাত্রসমাজ মাদক থেকে দূরে থাকলে দেশ এগিয়ে
যাবে। ২০২১ সালের মধ্যে মধ্যম এবং আগামী ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ
গড়া সম্ভব হবে। এসময় আগামী ২৯ মার্চের জনসভা জনস্রোতে রুপান্তর করতে
ছাত্রলীগের নেতাকর্মীদের নির্দেশ দেন সাইফুর রহমান সোহাগ। জেলা ছাত্রলীগের
সভাপতি নিশান মাহমুদ শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের
পরিচালনায় সভায় আরো উপস্থিত ছিলেন- ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার
মোহতেশাম বাবর, ছাত্রলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন আনু, আরেফিন সিদ্দিক
সুজন, আসিফ উল্লাহ মিঠুন, সাংগঠনিক সম্পাদক সজীব বিশ্বাস, তানজিল ভূঁইয়া
তানভির, সাহিত্য সম্পাদক খালেদা হোসেন মুন, আন্তর্জাতিক সম্পাদক ইমরান,
সাংস্কৃতিক সাইফুল ইসলাম জনি প্রমুখ।
No comments