লাশবাহী নৌকায় ডাকাতি!

কিশোরগঞ্জের কুলিয়ারচরে কালী নদীতে লাশবাহী নৌকায় ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ৭/৮ জনের আগ্নেয়াস্ত্রধারী ডাকাতদল লাশের সঙ্গে থাকা পুরুষ ও নারী যাত্রীদের জিম্মি করে ১১টি মূল্যবান মোবাইল সেট, নগদ ৭২ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কুলিয়ারচর নৌ-ঘাটের অদূরে দাসপাড়ার কাছে মেঘনার শাখা কালী নদীতে এ ঘটনা ঘটেছে।
লাশবাহী নৌকাটি কুলিয়ারচর নৌঘাট থেকে অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নের মসজিদজাম গ্রামের উদ্দেশ্যে ১০টার দিকে কুলিয়ারচর নৌঘাট ছাড়ে। ডাকাত দলের কবলে পড়া লোকজন সূত্রে জানা গেছে, ঢাকার মা মালিহা লিমিটেড নামের একটি বায়িং হাউজের ম্যানেজার অষ্টগ্রামের মসজিদজাম গ্রামের মৃত কৃষ্ণ দাসের ছেলে শৈলেন দাস (৩৪) বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুরের ভোগড়া চৌরাস্তায় সড়ক দুর্ঘটনায় মারা যায়। শুক্রবার রাতে তার স্বজনরা লাশ নিয়ে সড়কপথে কুলিয়ারচরে পৌঁছে নদীঘাট থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা করে মসজিদজাম গ্রামের উদ্দেশ্যে যাত্রা করেন। নৌকাটি নদী দাসপাড়া এলাকা অতিক্রমকালে কালী নদীতে ডাকাতের কবলে পড়ে। অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

No comments

Powered by Blogger.