ইরাকে রাসায়নিক অস্ত্র ব্যবহারের তদন্ত দাবি

জাতিসঙ্ঘের যে প্যানেল সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহার হয়েছে কিনা তা তদন্ত করছে তাদেরকে এর পাশাপাশি ইরাকেও একই বিষয় খতিয়ে দেখার প্রস্তাব দিয়েছে রাশিয়া ও চীন। তবে শুক্রবার উত্থাপিত প্রস্তাবটিকে তাৎক্ষণিকভাবে নাকচ করে দেয় ব্রিটেন। জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদে মসুল যুদ্ধের ওপর আলোচনাকালে দেশ দুটি ইরাকেও রাসায়নিক অস্ত্র ব্যবহার বিষয়ে যৌথ তদন্তের প্রস্তাব উত্থাপন করে। দেশটিতে ইরাকী বাহিনী ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়ই করছে। বৈঠকে সভাপতিত্বকারী ব্রিটিশ দূত ম্যাথিউ রিক্রোফট বলেন, নিরাপত্তা পরিষদের সদস্যরা আইএসের রাসায়নিক অস্ত্র ব্যবহারের তথ্য পেয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে।
তিনি জানান, রাশিয়া ও চীন ‘সিরিয়ার পাশাপাশি ইরাকেও রাসায়নিক অস্ত্র ব্যবহারের ওপর যৌথ তদন্ত চেয়ে’ একটি খসড়া প্রস্তাব উপস্থাপন করেন। ব্রিটেন এই প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে জানান তিনি। ব্রিটেন দূত আরো বলেন, ‘যুক্তরাজ্যের যুক্তি হলো ইরাক ও সিরিয়ার পরিস্থিতি এক নয়।’ তিনি বলেন, ইরাক সরকার আমাদের সাথে সম্পূর্ণ সহযোগিতা করছে। রিক্রোফট আরো বলেন, ইরাক সরকারের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের কোন অভিযোগ নেই। তিনি জানান, নিরাপত্তা পরিষদ রাশিয়া ও চীনের এই খসড়া প্রস্তাবটির ওপর কোন সিদ্ধান্ত নেয়নি।

No comments

Powered by Blogger.