বাংলাদেশ ভ্রমণে অস্ট্রেলিয়ার সতর্কতা জারি

সাম্প্রতিক জঙ্গি কার্যক্রমের ঘটনায় বাংলাদেশ ভ্রমণে নতুন করে সতর্কতা জারি করেছে অস্ট্রেলিয়া সরকার। শনিবার অস্ট্রেলিয়ান সরকারের পররাষ্ট্র বিষয়ক বিভাগের ওয়েবসাইটে এ সতর্কতা জারি করা হয়। শুক্রবার শাহজালাল বিমানবন্দরের নিকট একটি পুলিশ চেকপোস্টে আত্মঘাতী হামলার ঘটনায় একজন নিহতের ঘটনার পর এ সতর্কতা জারি করে অস্ট্রেলিয়ান সরকার। সতর্ক বার্তায় অস্ট্রেলিয়ার নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে নতুন করে চিন্তা-ভাবনা করার পরামর্শ দেয়া হয়।   এতে বলা হয়, বিমান বন্দরটির কার্যক্রম স্বাভাবিক থাকলেও,
বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে উচ্চ নিরাপত্তা ঝুঁকি রয়েছে। যারা প্রয়োজনে বাংলাদেশ ভ্রমনের পরিকল্পনা করছেন, তাদের ভ্রমনের বিষয়টি পুনর্বিবেচনা করা দরকার। সতর্ক বার্তায় আরও বলা হয়, যারা ভ্রমণ করবেন, তারা যেন প্রয়োজনীয় খোঁজ খবর নিয়ে ভ্রমণে যান। এছাড়া প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে কিনা তা চেক করতেও ভ্রমণকারীদের পরামর্শ দেয়া হয়। এতে উল্লেখ করা হয়, বাংলাদেশে জঙ্গিগোষ্ঠীগুলো আরও হামলা চালাতে পারে, এমন নির্ভরযোগ্য তথ্য রয়েছে। বিপদ ও হামলার ঝুঁকি এড়াতে স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরন করতে অস্ট্রেলিয়ান নাগরিকদের নির্দেশনা দেয়া হয়।

No comments

Powered by Blogger.