গাজীপুরে কথিত মাদকবিরোধী অভিযানে পুলিশ-এলাকাবাসী সংঘর্ষ
গাজীপুরের
কালীগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ হয়েছে। কথিত মাদকবিরোধী
অভিযানের সময় শুক্রবার রাতে কালীগঞ্জ থানার দাড়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ দত্ত জানান, গোপন খবরের ভিত্তিতে পুলিশ ওই
গ্রামের এক বাড়িতে মাদকের খোঁজে অভিযান চালায়। এ সময় মাদকাসক্ত কিছু লোক
তিন পুলিশকে ঘরের ভেতর আটক করে ডাকাত বলে ডাকচিৎকার শুরু করে। পরে
এলাকাবাসীর সঙ্গে পুলিশের কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়। জনতার লাঠির
আঘাতে কয়েকজন পুলিশ আহত হয়।
পরে অতিরিক্ত পুলিশ গিয়ে ফাঁকা গুলি ও
লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এলাকাবাসী জানিয়েছেন, সাদা
পোশাকের পাঁচ পুলিশ গ্রামের এক বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে। এ সময় তাদের
পরিচয় জানতে চাইলে তারা থানার লোক বলে জানায়। তাদের গায়ে পুলিশের পোশাক না
থাকায় এবং পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হলে বাড়ির লোকজন ডাকাত বলে চিৎকার করে। এ
সময় এলাকাবাসী এগিয়ে এলে পুলিশ বারান্দার একটি ঘরে ঢুকে দরজা বন্ধ করে
দেয়। পরে পুলিশ এসে এলাকাবাসীর ওপর অতর্কিত হামলা চালিয়ে লাঠিচার্জ করে ও
গুলি ছোড়ে বলে তারা অভিযোগ করেন।
No comments