বিবাহবার্ষিকীতে যুক্তরাজ্যে এসে লাশ হলেন কার্ট

জন্মসূত্রে যুক্তরাজ্যের নাগরিক মেলিসা। স্বামী কার্ট কোচরানকে নিয়ে তিনি থাকেন যুক্তরাষ্ট্রের উটাহ রাজ্যে। সম্প্রতি বিবাহবার্ষিকী উদযাপন করতে স্বামীকে নিয়ে নিজ দেশে গিয়েছিলেন মেলিসা। আর সেটিই হল তার কাল। নিজেদের ২৫তম বিবাহবার্ষিকী উদযাপন করতে ইউরোপ ভ্রমণে যাওয়া যুক্তরাষ্ট্রের নাগরিক কার্ট কোচরানকে লাশ হয়ে ফিরতে হচ্ছে। গুরুতর আহত তার স্ত্রী মেলিসা। লন্ডনের ব্রিটিশ পার্লামেন্ট প্রাঙ্গণে বুধবারের হামলায় নিহত কার্টও আহত মেলিসার পরের দিন যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার কথা ছিল বলেও জানিয়েছে তাদের পরিবার। পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, মেলিসা ও তার সন্তানদের কথা ভেবে আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে। মেলিসার বোন সারা পেইন বলেন, দুঃখের সঙ্গে জানাচ্ছি, হামলায় কার্টের মৃত্যু হয়েছে।
মেলিসার একটি পা ও পাঁজরের হাড় ভেঙে গেছে। এ ছাড়া মাথা কেটে গেছে তার। তবে তিনি প্রাণে বেঁচে যাবেন বলে আশা করছে তার পরিবার। গত বুধবার দুপুরে ওই দম্পতি হেঁটে যাচ্ছিলেন যুক্তরাজ্যের লন্ডনের ওয়েস্টমিনস্টার সেতুর ওপর দিয়ে। ঠিক সে সময়েই শুরু হয় সন্ত্রাসী হামলা। সেতুর ওপর থাকা পথচারীদের গাড়ি চাপা দেয় খালিদ মাসুদ নামের এক সন্ত্রাসী। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান কার্ট। আহত হন মেলিসা। এদিকে মেলিসার চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করছে তহবিল সংগ্রহকারী ওয়েবসাইট গো ফান্ড মি। এরই মধ্যে ১৫ হাজার মার্কিন ডলার সংগ্রহ করেছে ওয়েবসাইটটি। সেখানে দেয়া তথ্য থেকে জানা যায়, কার্ট ও মেলিসা যুক্তরাষ্ট্রের ইউটাহ প্রদেশে বসবাস করতেন। সেখানে তাদের একটি গানের স্টুডিও রয়েছে। ১০ বছর ধরে এ ব্যবসা করছেন তারা।

No comments

Powered by Blogger.