পাকিস্তান ও বাংলাদেশ সীমান্ত সিল করবে ভারত

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, পাকিস্তান ও বাংলাদেশ সীমান্ত সিল করে দেয়া হবে। 'ক্রমবর্ধমান সন্ত্রাসবাদী কার্যকলাপ ও অনুপ্রবেশ' রুখতে ভারত এই ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি। শনিবার, মধ্যপ্রদেশের টেকানপুরের বিএসএফ অ্যাকাডেমিতে বক্তব্য রাখেন তিনি৷ পাকিস্তানকে তুলোধোনা করে তিনি ভারতের সীমানা রক্ষায় নিয়োজিত বিএসএফ-এর ভূয়সী প্রসংশা করেন৷
এদিন বিএসএফ-এর পাসিং আউট প্যারেডে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সীমান্তে রণনৈতিক ও কৌশলগত পরিবর্তনে এনেছে বিএসএফ৷ নিজের কার্যকুশলতা ও সাহসিকতার জন্য পার্শ্ববর্তী দেশগুলোর কাছে আজ সুপরিচিত বিএসএফ৷ পাকিস্তানও বাংলাদেশ সীমান্ত বন্ধ করার জন্য বহুদিন ধরে আলোচনা করছে ভারত৷ গত বছর, জম্মু ও কাশ্মিরে আন্তর্জাতিক সীমান্তে দেয়াল বানানোর পরিকল্পনা নাকচ করেছিল ভঅরত৷ তবে 'ক্রমবর্ধমান অনুপ্রবেশ ও সন্ত্রাসী' হানা রুখতে এবার এই পদক্ষেপ নিতে চলেছে ভারত৷

No comments

Powered by Blogger.