আরব সাগরে ভারতের নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা

আরব সাগরের বুকে ভারতীয় নৌবাহিনী নতুন ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র (এসএএম) তার প্রথম পরীক্ষায় সাফল্য পেয়েছে। বুধবারের ওই সফল পরীক্ষার কথা গতকাল বিবৃতি দিয়ে ঘোষণা করা হয় নৌবাহিনীর পক্ষ থেকে। শুক্রবার ভারতের নৌবাহিনীর পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়, যুদ্ধজাহাজ আইএনএস বিক্রমাদিত্য থেকে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। নিচু দিয়ে উড়ে যাওয়া দ্রুতগামী লক্ষবস্তুকে যথাযথভাবে ধ্বংস করতে পেরেছে ওই ক্ষেপণাস্ত্র। ওয়েস্টার্ন ন্যাভাল কম্যান্ড-এর প্রধান ভাইস অ্যাডমিরাল গিরীশ লুথরার নেতৃত্বে এই পরীক্ষা করে ভারতীয় নৌসেনা। এটি অপারেশনাল রেডিনেস ইন্সপেকশন-এর একটা অংশ বলেই নৌবাহিনী সূত্রে খবর।
ক্ষেপণাস্ত্রের এই সফল উৎক্ষেপণ ভারতীয় নৌসেনার শক্তি ভাণ্ডারকে আরো মজবুত করল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সমুদ্রের তলা থেকে শত্রুপক্ষের জাহাজকে ধ্বংস করার জন্য এ মাসের গোড়াতেই জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছিল ভারতীয় নৌসেনা। দেশীয় প্রযুক্তিতে তৈরি কালভারি গোত্রের ডুবোজাহাজ থেকে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। সেই পরীক্ষাতেও সফল হয় ভারতীয় নৌবাহিনী।

No comments

Powered by Blogger.