শামসুজ্জামান খানের বইয়ের প্রকাশনা ও সংবর্ধনা

ছুটির দিন। অন্য দিনে ব্যস্ততার তুঙ্গে থাকা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ইচ্ছা ছিল বাইরে বের হবেন না। বিশ্রাম নেবেন। কিন্তু শেষ পর্যন্ত ঘরে বসে থাকতে পারেননি। কেননা গতকাল বিকেলে বাংলা একাডেমির মহাপরিচালক বিশিষ্ট লোকগবেষক ও লেখক শামসুজ্জামান খানের কিশোর সমগ্র গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। এখানে না এসে পারলেন না তিনি। অনুষ্ঠানে অর্থমন্ত্রী নিজেই জানালেন, তিনি এ প্রকাশনা অনুষ্ঠানে না এসে পারেননি শামসুজ্জামান খানের টানের কারণে। বক্তব্য দিতে এসে আরও জানালেন, শামসুজ্জামান খানের কিশোর সমগ্র গ্রন্থটি বেশ খানিকটা তিনি পড়ে ফেলেছেন। আজকের (শনিবার) মধ্যে পুরোটা পড়ে ফেলবেন। তিনি বলেন, ‘শামসুজ্জামান খান লোকসাহিত্যের সংগ্রাহক ও গবেষক হিসেবে সুপ্রসিদ্ধ। অনেক লোককাহিনি তিনি শিশুদের উপযোগী করে লিখেছেন। এটা শুধু কিশোরদের জন্য নয় বরং সবারই পড়া উচিত।’ চন্দ্রাবতী একাডেমি থেকে প্রকাশিত বইটির প্রকাশনা ও স্বাধীনতা পুরস্কার প্রাপ্তিতে শামসুজ্জামান খানকে সংবর্ধনা জানাতে শুক্রবার বিকেলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে প্রকাশনা সংস্থা চন্দ্রাবতী একাডেমি। বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি ছিলেন কবি আসাদ চৌধুরী, প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ, শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম। সভাপতিত্ব করেন চিত্রশিল্পী হাশেম খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিশুসাহিত্যিক আলী ইমাম।
স্বাগত বক্তব্য দেন চন্দ্রাবতী একাডেমির নির্বাহী পরিচালক কামরুজ্জামান কাজল। এ ছাড়া অনুষ্ঠানের বিশেষ অতিথি নাট্যজন রামেন্দু মজুমদার অনুপস্থিত থাকায় তাঁর প্রেরিত বক্তব্য পড়ে শোনান দেবপ্রসাদ দেবনাথ। সব বক্তৃতাতেই লেখক, গবেষক ও প্রাতিষ্ঠানিক ব্যক্তিত্ব হিসেব শামসুজ্জামান খানের প্রশংসা করা হয়। শামসুজ্জামান সামনে থেকে নিজের প্রশংসা শোনাকে বিব্রতকর বললেও প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ বিষয়টিকে আরও জোরালো করলেন। বললেন, এগুলো প্রশংসা নয়, সত্য ভাষণ। শিশু একাডেমীর প্রশিক্ষণার্থী শিশুদের সমবেত নাচ পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। শামসুজ্জামান খান বলেন, ‘আমাদের দেশে এখন ভালো শিশুসাহিত্যের প্রয়োজন সবচেয়ে বেশি। কারণ আমাদের পাঠ্যপুস্তক শিশুদের জ্ঞানের জন্য যথেষ্ট নয়।’ এ বছর স্বাধীনতা পুরস্কার পাওয়ায় শামসুজ্জামান খানকে সংবর্ধনা জানানো হয়। ফুল দিয়ে তাঁকে শুভেচ্ছা জানায় বাংলাদেশ শিশু একাডেমী, চ্যানেল আই, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি, আনন ফাউন্ডেশন, রকমারি ডটকম ইত্যাদি প্রতিষ্ঠান। অনুষ্ঠানে শিল্পী আলপ্তগীন তুষারের আঁকা শামসুজ্জামান খানের একটি প্রতিকৃতি উপহার দেওয়া হয় তাঁকে। আলোচনা অনুষ্ঠান শেষে শিশু একাডেমীর শিশুশিল্পীদের পরিবেশনায় ছিল সংগীতানুষ্ঠান।

No comments

Powered by Blogger.