‘আতিয়া মহলের’ বাসিন্দাদের সরানো হচ্ছে
সিলেট
মহানগরের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় সন্দেহভাজন উগ্রবাদী আস্তানা
চিহ্নিত বাড়ি ‘আতিয়া মহল’ থেকে ওই বাড়িটির বাসিন্দাদের সরিয়ে নেয়া হচ্ছে।
আতিয়া মহল ও তার পাশের আতিয়া মহল ২ নামে আরেকটি ভবনের মাঝখানে ফায়ার
সার্ভিসের মই দিয়ে সেতু তৈরি করা হয়েছে। এই পথে সেনাবাহিনীর সহায়তায়
বাসিন্দাদের সরানো হচ্ছে। তবে বৃষ্টির কারণে কাজ বাধাগ্রস্ত হচ্ছে।
ফায়ার
সার্ভিস বিভিন্ন সরঞ্জাম নিয়ে বাড়ির ভেতরে ঢুকেছে। শনিবার সকাল ৯টায় শুরু
হওয়া এই অভিযানটি সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্যাটালিয়ন চালাচ্ছে বলে
আইএসপিআর জানিয়েছে।সেনাবাহিনীর আর্মি ইনটেলিজেন্সের কর্মকর্তা সকাল ৯টা ৩৫
মিনিটের দিকে সাংবাদিকদের জানান, ‘অপারেশন টোয়াইলাইট’ নামে এই অভিযান
সেনাবাহিনীর নেতৃত্বে হচ্ছে। পুলিশ ও সোয়াট সহায়তা করছে। সেনাবাহিনীর
কমান্ডোরা মূল অভিযান চালাচ্ছেন। ১৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল
আনোয়ারুল মোমেন অভিযানে নেতৃত্ব দিচ্ছেন। অভিযানের শুরুতে সকাল ১০টা ৫
মিনিটের দিকে পরপর দুটি গুলির শব্দ শোনা গেছে। এরপর আর কোনো শব্দ শোনা
যায়নি। এলাকার বিদ্যুৎ, পানি ও গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।
No comments