সাভারে আ'লীগের ৫ কর্মীকে কুপিয়ে জখম
পূর্বশত্রুতার
জের ধরে সাভারে আওয়ামী লীগের পাঁচ কর্মীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
শনিবার সকালে সাভারের বনগাঁও ইউনিয়নের সাধারপুর গোপেরবাড়ি এলাকায় এ ঘটনা
ঘটে। আহতরা হলেন- উপজেলার গোপেরবাড়ি এলাকার আওলাদ হোসেন (৩০), শিহাব (১৭),
সুজন (২৫), আনোয়ার (৩৩) ও আব্দুল খালেক। আহতদের অভিযোগ, গত ইউনিয়ন পরিষদ
নির্বাচনে সাভারের বনগাঁও ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী
সাইফুল ইসলামের পক্ষে কাজ করেন তারা। এ নির্বাচনে বিএনপি সমর্থিত
চেয়ারম্যান প্রার্থী সাইদুল ইবনে হাসিব সোহেলের পক্ষে কাজ না করায় দলটির
নেতাকর্মীরা তাদের ওপর ক্ষিপ্ত হন।
এরই জের ধরে সকালে সাভার থানা যুবদলের
সভাপতি গোলাম হোসাইন ডালিমের নেতৃত্বে তাদের ওপর হামলা করা হয়। পরে
স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
তবে অভিযোগের বিষয়ে যোগাযোগ করেও সাভার থানা যুবদলের সভাপতি গোলাম হোসাইন
ডালিমের কোনো মন্তব্য পাওয়া যায়নি। সাভার মডেল থানার ওসি এস এম
কামরুজ্জামান জানান, এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা হয়েছে। জড়িতদের
বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
No comments