তামিম ইকবাল ৯৯৯৯
আন্তর্জাতিক
ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে তার রান ৯৯৯৯। আজ প্রথম ওয়ানডেতে এক রান
করলেই বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০ হাজার আন্তর্জাতিক রানের
মাইলফলক স্পর্শ করবেন তামিম ইকবাল। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে
ব্যাটিংয়ের প্রায় সব রেকর্ডই তার দখলে। আজ তামিমের মুকুটে আরও একটি পালক
যোগ হতে পারে। বাংলাদেশের শততম টেস্টে কলম্বোর পি সারা ওভালে আর এক রান
বেশি করলেই নাম লেখাতেন অনন্য এই রেকর্ডে! ৮২ রানে সাজঘরে ফেরায় অপেক্ষা
বাড়ে এই বাঁ-হাতি ওপেনারের। সব মিলিয়ে তামিম খেলেছেন ২৬৬ ওয়ানডে ম্যাচ।
সবচেয়ে বেশি খেলেছেন এই ফরম্যাটের ম্যাচ। ১৬২ ওয়ানডে ম্যাচে এই বাঁ-হাতি
ব্যাটসম্যান ৩২.৪০ গড়ে করেছেন ৫১২০ রান। এই ফরম্যাটে তার রয়েছে সাতটি
সেঞ্চুরি ও ৩৪টি হাফ সেঞ্চুরি। ৭৭.৭৯ স্ট্রাইক রেটে বল মোকাবেলা করেছেন
৬৫৮১টি। এখন পর্যন্ত ৪৯ টেস্ট ম্যাচে ৯৪ ইনিংসে ব্যাট করে ৩৯.৫৩ গড়ে তামিম
করেছেন ৩৬৭৭ রান। সর্বোচ্চ ২০৬ রান। টেস্ট ক্রিকেটে তার সেঞ্চুরির সংখ্যা
আটটি এবং হাফ সেঞ্চুরি ২২টি। এছাড়া ৫৫টি টি ২০ ম্যাচে ২৪.০৪ গড়ে এক
সেঞ্চুরি ও চার হাফ সেঞ্চুরিতে করেছেন ১২০২ রান।
টি ২০-তে সর্বোচ্চ
অপরাজিত ১০৩ রান। আজ ডাম্বুলায় শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের
ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। এ ম্যাচে এক রান করলেই নতুন উচ্চতায় পা রাখবেন
তামিম। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যক্তিগত রান
সংগ্রহের তালিকায় তামিম ইকবালের পরেই রয়েছেন সাকিব আল হাসান। তিন ফরম্যাট
মিলিয়ে বিশ্বসেরা এই অলরাউন্ডারের সংগ্রহ ৯২৮৮ রান। ১০ হাজার রানের
মাইলফলকে পৌঁছতে সাকিবের প্রয়োজন আরও ৭১২ রান। তিন ফরম্যাটে তার সেঞ্চুরি
১১টি। সব মিলিয়ে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন
মুশফিকুর রহিম। তার রান ৮০৮৬। আন্তর্জাতিক ক্রিকেটে তার সেঞ্চুরি সংখ্যা
নয়টি। ওয়ানডে ক্রিকেটে মুশফিক ১৬৫ ম্যাচ খেলে ৩১.৯২ গড়ে করেছেন ৪১১৮ রান।
ওয়ানডে ক্রিকেটে তিন হাজার রানের মাইলফলক পার করেছেন এখন পর্যন্ত
বাংলাদেশের চারজন ব্যাটসম্যান- তামিম, সাকিব, মুশফিক ও হাবিবুল বাশার।
No comments