ইয়েমেনে স্কুলে যেতে পারছে না ৪০ লাখ শিশু

সৌদি জোটের বিমান হামলায় ক্ষতবিক্ষত ইয়েমেনের ৩৫ লাখ শিশু স্কুলে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ। খবর এএফপির। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। এর ফলে ইতিমধ্যেই ১৬ লাখ শিশু ঝরে পড়েছে। ইয়েমেন দুই বছর ধরে চলা সংঘাতে ৭ হাজার ৭০০ নিহত হয়েছে। এদের মধ্যে শিশু ১ হাজার ৫৫০ জন। হামলায় শত শত শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। ইউনিসেফ বলছে, ইয়েমেনে বর্তমান প্রজন্মের যারা স্কুল যাওয়ার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে তারা ভবিষ্যতে সহিংসতার আবর্তে জড়িয়ে পড়বে। ইয়েমেনে হামলায় সরাসরি ২১২টি স্কুলকে টার্গেট করা হয়েছে। এতে বহু শিক্ষার্থী মারা গেছে।
হামলার ফলে ১ হাজার ৬৪০টি স্কুল বন্ধ হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ১ হাজার ৪৭০টি স্কুল। অন্যদিকে দেশটি এখন দুর্ভিক্ষের মুখে। এদিকে আফগানিস্তানে নিরাপত্তাহীনতা ও বাস্তুচ্যুত হওয়ার কারণে এবার ৪ লাখের বেশি শিশু স্কুলে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে বলে বৃহস্পতিবার জানিয়েছে সেভ দ্য চিলড্রেন। বৃহস্পতিবার ছিল আফগানিস্তানে নতুন শিক্ষা বর্ষের প্রথম দিন। কিন্তু প্রথম দিন এক-তৃতীয়াংশ (প্রায় ৩৭ লাখ) শিশু শিক্ষার্থী স্কুলে আসেনি। খবর এএফপির।

No comments

Powered by Blogger.