সিলেটে মুশলধারে বৃষ্টি

সিলেটের দক্ষিণ সুরমার জঙ্গি আস্তানায় অভিযান শুরুর চূড়ান্ত প্রস্তুতি নেয়ার পরপরই আকস্মিক বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়েছে। ঘটনাস্থল থেকে যুগান্তর প্রতিনিধি জানিয়েছেন, শনিবার ভোরেই অভিযান চালানো জন্য প্রস্তুতি নেয় আইনশৃঙ্খলা বাহিনী। কিন্তু আকস্মিক বৃষ্টি অভিযানে বাধা হয়ে দাড়িয়েছে। ভোরে অভিযান শুরু হবে, এমন আভাস দিয়েছেন কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিসিটিসি) ইউনিটের একজন পদস্থ কমকর্তা এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। সেসময় পুরো জঙ্গি আস্তানাটি কর্ডন করা ছিল। চূড়ান্ত অভিযানের প্রস্তুতি লক্ষ্য করা গেছে আইনশৃংখলাবাহিনীর মধ্যে। ধীরে ধীরে জঙ্গি আস্তানা ‘আতিয়া মহল’র কাছে ভিড়তে দেখা গেছে প্যারা কমান্ডো ও সোয়াত বাহিনীকে।
তারা পার্শ্ববর্তী কয়েকটি ভবনের ভেতরে ও ছাদে অবস্থান নিয়েছেন। এদিকে কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিসিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম শনিবার ভোররাত সিলেট পৌঁছেছেন। রাতে অভিযান চালালে ক্ষয়-ক্ষতির পরিমাণ বেশি হবে বিধায় ভোরে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সূত্র জানায়, রাতে দফায় দফায় বৈঠক ও কৌশল নির্ধারণের পর সেনাবাহিনীর প্যারা কমান্ডো এবং সোয়াত টিম অভিযানের কৌশল নির্ধারণ করেছে। অভিযানটি সুষ্ঠুভাবে সম্পাদনে সহযোগিতা নেয়া হচ্ছে প্যারা কমান্ডোর। কিন্তু আকস্মিক বৃষ্টি বাধা হয়ে দাড়িয়েছে। যুগান্তর প্রতিনিধি জানান, ভোর সোয়া ৫টার দিকে মুশলধারে বৃষ্টির পাশাপাশি আকাশের গর্জন শুরু হয়েছে। পুরো এলাকা বিদুৎবিহীন, ঘুটঘুটে অন্ধাকার হয়ে গেছে। পুলিশ-র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপদে আশ্রয় নিয়েছেন। বিভিন্ন ভবনের কোণে অবস্থান নিয়েছেন তারা। আতিয়া মহল ঘেরাও করা পুলিশ সদস্যদের কাকভেজা অবস্থা। উল্লেখ্য, শুক্রবার ভোর থেকে আইনশৃংখলা বাহিনী সিলেট নগরীর দক্ষিণ সুরমার শিববাড়ি পাঠানপাড়ার নতুন জঙ্গি আস্তানা আতিয়া মহল কর্ডন করে রাখে।

No comments

Powered by Blogger.