‘আতিয়া মহলে’ বোমা ও গুলির শব্দ
সিলেটর
দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় সন্দেহভাজন উগ্রবাদী আস্তানা ‘আতিয়া মহলে’
সেনাবাহিনীর চূড়ান্ত অভিযান শুরুর কয়েকঘণ্টা পর মুহুর্মুহু গুলির শব্দ শোনা
গেছে। অভিযান চলাকালে বেলা দুইটার একটু পরে গুলির শব্দ শোনা যায়। এর আগে
ওই বাড়ির প্রাঙ্গণে ঢুকেছে সেনাবাহিনীর সাঁজোয়া যান। এর মধ্যে ২টা ৭ ও ২টা
১০ মিনিটে দুটি বোমা বিস্ফোরণের শব্দও পাওয়া যায়। বিকট শব্দ শুনে বাইরে
অবস্থানরত পুলিশ কর্মকর্তারা বলছেন, এগুলো গ্রেনেড হতে পারে। এর আগে ভবনের
বাসিন্দাদের বের করে আনা হয়।
আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারকাজ শেষ বলে বেলা
সোয়া একটার দিকে জানান জালালাবাদ সেনানিবাসের ইনটেলিজেন্স উইংয়ের এক
কর্মকর্তা। বেলা সোয়া ১১টার দিকে দায়িত্ব পালনরত পুলিশের এক কর্মকর্তা
জানান, সেনাবাহিনীর কমান্ডো দল আতিয়া মহল নামের ওই বাড়ির বাসিন্দাদের বের
করে আনছে। আতিয়া মহল ও তার পাশের আতিয়া মহল ২ নামের আরেকটি ভবনের মাঝখানে
ফায়ার সার্ভিসের মই দিয়ে সেতু তৈরি করা হয়েছে। এই পথে সেনাবাহিনীর সহায়তায়
বাসিন্দাদের বের করা হচ্ছে। সে সময় ফায়ার সার্ভিসকে বিভিন্ন সরঞ্জাম নিয়ে
বাড়ির ভেতরে ঢুকতে দেখা গেছে।
No comments