'জঙ্গিবাদ জিইয়ে সরকার ফায়দা হাসিলে ব্যস্ত'
বিএনপি
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার জঙ্গি সমস্যার সমাধানে
আন্তরিক নয়। তারা জঙ্গিবাদকে জিইয়ে রেখে ফায়দা হাসিল করতে চাইছে। শনিবার
নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন
করে তিনি কথা বলেন। যুবদল ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জিয়াউর
রহমানের কর্মময় জীবনের ওপর তোলা আলোকচিত্র প্রদর্শনীর এ আয়োজন করে। মির্জা
ফখরুল বলেন, 'বর্তমান সরকার জঙ্গিবাদ সমস্যার সমাধান হোক তা চায় না।
তারা
এটি থেকে ফায়দা হাসিল করতে।' সময় থাকতে জঙ্গিবাদের সমাধান না করলে দেশের
অবস্থা ভয়াবহ হবে বলেও সতর্ক করেন তিনি। এ সময় আর উপস্থিত ছিলেন- যুবদলের
সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, জ্যেষ্ঠ
সহসভাপতি মোর্ত্তাজুল করিম বাদরু, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন,
সাংগঠনিক সম্পাদক মামুন হাসান প্রমুখ।
No comments