রোমানের বুদ্ধি কত!
চার বছরের শিশু রোমান। কতটুকুই-বা বুদ্ধি তার? তবু এই শিশুর বুদ্ধিতেই রক্ষা পেল মায়ের প্রাণ। যুক্তরাজ্যের কিনলেতে এ ঘটনা ঘটে। রোমানের মা বাড়িতে পড়ে অজ্ঞান হয়ে যান। তখন বাড়িতে আর কেউ ছিল না। ছোট রোমান অনেক চেষ্টা করেও যখন মাকে জাগাতে পারেনি, তখন প্রযুক্তির সাহায্য নেয় সে। এ ক্ষেত্রে তার কাজে এসেছে অ্যাপলের ভয়েস বা কণ্ঠস্বরভিত্তিক ভার্চ্যুয়াল সহকারী সফটওয়্যার সিরি। মোবাইল ফোনে সিরি চালু করে ইমারজেন্সি বা জরুরি সেবা চেয়ে কল করে সে। এরপর দ্রুত চিকিৎসক ওই বাড়ি খুঁজে বের করে তার মাকে হাসপাতালে নেন। ঘটনাটি ঘটে ৭ মার্চ।
কল করে অপারেটরকে রোমান বলেছে যে তার মা মারা গেছে। তিনি চোখ খুলছেন না, শ্বাস নিচ্ছেন না। ওই অপারেটর তখন রোমানকে বলেছেন তাঁর মাকে ঝাঁকিয়ে দেখতে। কথোপকথনের ভিত্তিতে ওই বাড়ির ঠিকানা খুঁজে ১৩ মিনিটের মধ্যেই উদ্ধারকারী দল সেখানে যায়। রোমানের মা মেঝেতে অচেতন হয়ে পড়ে ছিলেন। চিকিৎসক তাঁর জ্ঞান ফেরান এবং দ্রুত হাসপাতালে নিয়ে যান। পরে ওই কথোপকথনের ভিডিও পুলিশ প্রকাশ করে। পুলিশ বলে, শিশুদের জরুরি কিছু বিষয়ে শিক্ষা দেওয়া গুরুত্বপূর্ণ। হাতে কাজ না থাকলে অভিভাবকদের শিশুর সঙ্গে আড্ডাচ্ছলে এ ধরনের পরিস্থিতিতে করণীয় বিষয়গুলো শেখানোর গুরুত্ব দিয়েছেন পুলিশের কর্মকর্তারা। তথ্যসূত্র: এনডিটিভি।
No comments