কিয়াসং নিয়ে উত্তর কোরিয়াকে আলোচনার প্রস্তাব দক্ষিণের
কিয়াসং শিল্পাঞ্চল পুনরায় চালুর ব্যাপারে
উত্তর কোরিয়াকে আলোচনার প্রস্তাব দিয়েছে দক্ষিণ কোরিয়া। আগামীকাল শনিবার
সীমান্তবর্তী পানমুনজম গ্রামে এ আলোচনা হওয়ার কথা। তবে এ ব্যাপারে উত্তর
কোরিয়া এখনো কিছু জানায়নি।
দুই দেশের মধ্যে সৃষ্ট উত্তেজনার জের ধরে গত এপ্রিলে কিয়াসং বন্ধ হয়ে যায়।
দক্ষিণ কোরিয়ার ইউনিফিকেশন (দুই কোরিয়ার মধ্যে সুসম্পর্ক রক্ষাবিষয়ক) মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে জানায়, 'সরকারিভাবে আলোচনার মাধ্যমে বিরাজমান সব সমস্যা সমাধানে সিউল (দক্ষিণ কোরিয়ার রাজধানী) এখনো অনড়।' বিবৃতিতে জানানো হয়, দুই দেশের বেসামরিক এলাকা সীমান্তবর্তী পানমুনজম গ্রামে শনিবার এ আলোচনা হতে পারে। উভয় দেশ থেকে তিনজন করে সরকারি কর্মকর্তা আলোচনায় অংশ নেবেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। পিয়ংইয়ং গত বুধবার সিউলের কর্মকর্তাদের কিয়াসং পরিদর্শনের অনুমতি দেয়। এর একদিন পরই সিউল আলোচনার প্রস্তাব দিল। তবে এ ব্যাপারে পিয়ংইয়ং কিছু জানায়নি। গত ফেব্রুয়ারিতে উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষাকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে ভাটা পড়ে। এর জেরে বন্ধ হয় কিয়াসং। সূত্র : বিবিসি।
দক্ষিণ কোরিয়ার ইউনিফিকেশন (দুই কোরিয়ার মধ্যে সুসম্পর্ক রক্ষাবিষয়ক) মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে জানায়, 'সরকারিভাবে আলোচনার মাধ্যমে বিরাজমান সব সমস্যা সমাধানে সিউল (দক্ষিণ কোরিয়ার রাজধানী) এখনো অনড়।' বিবৃতিতে জানানো হয়, দুই দেশের বেসামরিক এলাকা সীমান্তবর্তী পানমুনজম গ্রামে শনিবার এ আলোচনা হতে পারে। উভয় দেশ থেকে তিনজন করে সরকারি কর্মকর্তা আলোচনায় অংশ নেবেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। পিয়ংইয়ং গত বুধবার সিউলের কর্মকর্তাদের কিয়াসং পরিদর্শনের অনুমতি দেয়। এর একদিন পরই সিউল আলোচনার প্রস্তাব দিল। তবে এ ব্যাপারে পিয়ংইয়ং কিছু জানায়নি। গত ফেব্রুয়ারিতে উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষাকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে ভাটা পড়ে। এর জেরে বন্ধ হয় কিয়াসং। সূত্র : বিবিসি।
No comments