প্রশ্ন-উত্তর
প্রশ্ন: চশমার পরিবর্তে কনটাক্ট লেন্স ব্যবহার করার কি কোনো ক্ষতিকর দিক আছে?
উত্তর: আজকাল অনেকেই চশমার পরিবর্তে কনটাক্ট লেন্স ব্যবহার করেন। কেবল সৌন্দর্যবর্ধনই নয়, এর আরও কিছু উপকারিতা আছে।
উত্তর: আজকাল অনেকেই চশমার পরিবর্তে কনটাক্ট লেন্স ব্যবহার করেন। কেবল সৌন্দর্যবর্ধনই নয়, এর আরও কিছু উপকারিতা আছে।
যাঁদের দুই চোখের পাওয়ারে অনেক তারতম্য, তাঁদের জন্য লেন্সই ভালো। এতে
চশমা ভেঙে দুর্ঘটনার আশঙ্কা কম বলে খেলোয়াড়দের জন্য ভালো। এ ছাড়া লেন্স
ব্যবহারকারীদের সময়ের সঙ্গে দৃষ্টিশক্তি হ্রাসের প্রবণতাও কম। তবে কারও
কারও কনটাক্ট লেন্সে অ্যালার্জি হয়, চোখ লাল হয় ও চুলকায়। তাঁদের ব্যবহার
না করাই ভালো। লেন্স ব্যবহারের সঠিক নির্দেশনা মেনে চলা উচিত। রাতে অবশ্যই
খুলে ঘুমাতে হবে। লেন্স একটি নির্দিষ্ট দ্রবণে ভিজিয়ে রাখতে হয় ও পরদিন
সকালে হাত পরিষ্কার করে লেন্স পরিষ্কার করে চোখে লাগাতে হয়। যত্নের সঙ্গে
ব্যবহার করলে এর তেমন কোনো ক্ষতিকর দিক নেই। অধ্যাপক মো. নজরুল ইসলাম,
চক্ষু বিভাগ, বারডেম হাসপাতাল।
No comments