নদী এক জন্মান্ধ আয়না by জাকির জাফরান
কার পথে গোধূলি ভাসিয়ে তুমি সূর্যাস্ত দেখেছ?
সে তো এক জন্মান্ধ আয়না।
সে তো এক জন্মান্ধ আয়না।
প্রেম নেই, প্রহেলিকা নেই,
অনুভবে আছে শুধু অনঙ্গ-বাসনা।
তবু তারই রক্তে গোধূলি ভাসিয়ে,
প্রত্যাগমনের কোনো পথ কেন খোলা রাখোনি এ?
কবরের তল দিয়ে বয়ে যায় নদী।
লোকালয় দিয়ে কত বয়ে গেছে নদী।
প্রতিবেশী দেশ থেকে ধাওয়া করে নদী।
অর্থহীন পায়ে পায়ে মরুভূমি জাগে, তৃষ্ণার্ত হোসেন হায়!
অশ্রুজলে গোধূলি ভাসিয়ে তুমি সূর্যাস্ত দেখেছ!
নদীও কূটনীতি জানে,
কথা দিয়ে কোনো দিনও জল সে দেয় না,
কোনো দিনও সমুদ্রে মেশে না—
তৃষ্ণার্ত হোসেন হায়! নদী এক জন্মান্ধ আয়না।
অনুভবে আছে শুধু অনঙ্গ-বাসনা।
তবু তারই রক্তে গোধূলি ভাসিয়ে,
প্রত্যাগমনের কোনো পথ কেন খোলা রাখোনি এ?
কবরের তল দিয়ে বয়ে যায় নদী।
লোকালয় দিয়ে কত বয়ে গেছে নদী।
প্রতিবেশী দেশ থেকে ধাওয়া করে নদী।
অর্থহীন পায়ে পায়ে মরুভূমি জাগে, তৃষ্ণার্ত হোসেন হায়!
অশ্রুজলে গোধূলি ভাসিয়ে তুমি সূর্যাস্ত দেখেছ!
নদীও কূটনীতি জানে,
কথা দিয়ে কোনো দিনও জল সে দেয় না,
কোনো দিনও সমুদ্রে মেশে না—
তৃষ্ণার্ত হোসেন হায়! নদী এক জন্মান্ধ আয়না।
No comments