ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষের পর কুমিল্লা মেডিক্যাল বন্ধ ঘোষণা
কুমিলস্না মেডিক্যাল কলেজে ছাত্রলীগ দু'গ্রম্নপের সংঘর্ষের কারণে কতর্ৃপ ৭ দিনের জন্য কলেজ বন্ধ ঘোষণা করেছে। বুধবার রাতে কলেজ ছাত্রাবাসে আধিপত্য বিসত্মারকে কেন্দ্র করে মেডিসিন কাব ও লিও কাবের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে ৫জন আহত হয়েছে।
জানা যায়, রাজনীতি নিষিদ্ধ কুমিলস্না মেডিক্যাল কলেজের মেডিসিন কাবের সদস্য সাইফুল ইসলাম ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করায় লিও কাবের বিদু্যৎ ভট্টাচার্য বুধবার রাত ৯টায় ছাত্রাবাসে তাঁর ক েসাইফুলকে ডেকে নিয়ে মারধর করে। এ সময় সাধারণ ছাত্ররা উত্তেজিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে মেডিসিন কাবের ছাত্রলীগ সমর্থক সাইফুল ইসলাম, লিও কাবের ছাত্রলীগ সমর্থক বিদু্যৎ ভট্টাচার্য, মীর্জা সিরাজুল ইসলাম, মুরশিদ ও জনি আহত হয়।মেডিক্যাল কলেজের বিভিন্ন সূত্র জানায়, ছাত্রাবাসে আধিপত্য বিসত্মারের জন্যই ছাত্রলীগ সমর্থিত দু'গ্রম্নপ শক্তি পরীায় অবতীর্ণ হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে কলেজের একাডেমিক সভায় কলেজ বন্ধ ঘোষণা করে সন্ধ্যার মধ্যে শিার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়।
No comments