চট্টগ্রাম জেল সুপার কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত
কক্সবাজারে এক মর্মানত্মিক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোসত্মাফিজুর রহমান নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৬ জন।
শুক্রবার রাত ৮টায় কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় খুটাখালীর পাগলির বিল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।জানা যায়, মোসত্মাফিজুর রহমান পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজার বেড়াতে এসেছিলেন। ভ্রমণ শেষে তিনি কারাগারের একটি গাড়িতে করে চট্টগ্রাম ফিরছিলেন। চকরিয়ার খুটাখালী নামক স্থানে ড্রাইভার নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রাসত্মার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মোসত্মাফিজুর রহমান মারা যান। আহত হন গাড়িতে থাকা সকলেই। আহতদের প্রথমে ডুলাহাজারা খ্রীস্টান মেমোরিয়াল হাসপাতালে নেয়া হয়। পরে রাতে তাঁদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।
No comments