বিপিএলের উদ্বোধনীতে তিন দেশের তারকারা
আবারও শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসর। এবারের আসরের উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন তিন দেশের তারকাশিল্পীরা। মঞ্চে থাকবেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী রুনা লায়লা, জেমস ও মমতাজ।
থাকবেন বলিউডেরমার্ডার টু ছবির আলোচিত অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ আর পাকিস্তানি গায়ক আতিফ আসলাম। আজ বৃহস্পতিবার সাড়ে চার ঘণ্টার উদ্বোধনী অনুষ্ঠানের শেষের এক ঘণ্টা বলিউডের পাকিস্তানি গায়ক আতিফ আসলাম গান গেয়ে মাতাবেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারি। এর আগে মঞ্চে উঠবেন জ্যাকুলিন ফার্নান্দেজ। আয়োজক সূত্রে জানা গেছে, এবারের উদ্বোধনী অনুষ্ঠানে স্টেজ পারফর্মারের চেয়েও গুরুত্ব দেওয়া হয়েছে অ্যাক্রোবেটিক ও লেজার শোর ওপর। বিকেল পাঁচটা ১০ মিনিটে বিউটিফুল বাংলাদেশ প্রামাণ্যচিত্রের মাধ্যমে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সাড়ে পাঁচটায় মঞ্চে উঠবেন মমতাজ। এরপর পর্যায়ক্রমে মঞ্চে আসবেন রুনা লায়লা, জেমস, জ্যাকুলিন ফার্নান্দেজ ও আতিফ আসলাম।অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন সিনা চৌহান ও জামিল আহমেদ। চ্যানেল নাইন বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বিকেল পাঁচটা থেকে।
No comments