পিরোজপুরে মহিলা আসামির মৃত্যুকে কেন্দ্র করে বিৰোভ
গত শুক্রবার কারাহেফাজতে থাকা অবস্থায় অসুস্থ হবারপর পিরোজপুরে মহিলা আসামির হাসপাতালে রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে সন্ধ্যায় শহরে তার পৰে বিশাল মিছিল হয়েছে।
মিছিলকারীরা জেলার বজলুর রশিদের ফাঁসি দাবি করে মিছিলে সেস্নাগান দেয় এবং হত্যার জন্য তাকে দায়ী করে। জানা যায়, হত্যা মামলার ওই মহিলা আসামি মনোয়ারা বেগম (৪৬), কয়েদি নং ২৬০১ গ্রেফতার হবার পর পিরোজপুর জেলহাজতে বন্দী থাকে। হত্যার ঘটনায় মনোয়ারা বেগমের পুত্র রনিকেও আসামি হয়ে জেলে বন্দী থাকতে হয়। জেলার বজলুর রশিদ জানান, মনোয়ারা বেগম এ্যাজমা রোগে ভুগছিল এবং ইনহেলার ব্যবহার করত। শুক্রবার বিকেলে আসামি মনোয়ারা বেগম অসুস্থ হলে জেলার হাসপাতালের চিকিৎসক সাকিলকে খবর দেন। সাকিল দ্রম্নত জেলখানায় এসে অসুস্থ মনোয়ারা বেগমকে হাসপাতালে ৩টা ৪০ মিনিটে নিয়ে আসেন। পরে আসামিকে অক্সিজেন দেয়ার মুহূর্তে সে মৃতু্যর কোলে ঢলে পড়ে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এস দাস জানান, রোগীকে যখন হাসপাতালে নিয়ে আসা হয় তখন সে মারাত্মক অসুস্থ ছিল। মনোয়ারা বেগমের ভাইয়ের স্ত্রী রোকেয়া বেগম জানায়, অসুস্থ হওয়ার বিষয়ে কারাকর্তৃপৰ আমাদের কিছুই জানায়নি, হাসপাতাল কর্তৃপৰের মাধ্যমে আমরা খবর পাই। পারিবারিক সূত্রে জানা যায়, আসামি মনোয়ারা বেগম হাইকোর্ট থেকে জামিন পেলেও শেষ পর্যনত্ম তার মৃতু্যতেই মুক্তি হলো।
No comments