মা চাইলেও ছেলের সম্পর্ক টিকল না
টিকল না ব্র্যাডলি কুপার আর জোয়ি সালডানার সম্পর্ক। ব্র্যাডলির মা গ্লোরিয়ার খুব পছন্দ ছিল জোয়িকে। ছেলে বিয়ে করে সংসারী হলে নাতিপুতির মুখ দেখতে পাবেন—এমনটাই স্বপ্ন ছিল তাঁর।
ছেলের বয়স ৩৮ আর জোয়ির ৩৪। তাই চাপ দিচ্ছিলেন বিয়ের জন্য। কিন্তু জোয়ি আর ব্র্যাডলির এখনই তেমন তাড়া ছিল না। ফলাফল বিচ্ছেদ। তবে জোয়ি নাকি ভালোই আছেন ব্র্যাডলিকে ছাড়া, বলেছেন তাঁর বান্ধবী গ্যাব্রিয়েল ইউনিয়ন। নতুন বছর তাঁরা উদ্যাপন করেছেন গান গেয়ে, নেচে, পার্টি করে। এর পরই জোয়ি ব্যস্ত হয়ে পড়েন স্টার ট্রেক এবং ব্লাড টাইস ছবি দুটির শুটিং নিয়ে। ওদিকে ব্র্যাডলিও বেশ আছেন সিলভার লাইনিং প্লেবুক ছবির জন্য সেরা অভিনেতা বিভাগে অস্কার মনোনয়ন পেয়ে। মিড-ডে ডট কম।
No comments