স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় মনে হয় তিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী: জামায়াত
জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান গতকাল বুধবার এক বিবৃতিতে দাবি করেন, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের কথা শুনে মনে হয়, তিনি ‘ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী’।
বিবৃতিতে বলা হয়, গত মঙ্গলবার চাঁদপুরের কচুয়ায় এক সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আত্মরক্ষার্থে সীমান্তে গুলি চালায়। যাঁরা গুলিতে নিহত হয়েছেন, তাঁরা বাংলাদেশের সীমান্তে নয়, ভারতের অভ্যন্তরে ঘটনার শিকার হয়েছেন।এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে রফিকুল ইসলাম খান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর জাতীয় স্বার্থবিরোধী বক্তব্য থেকে প্রমাণিত হয়েছে, ভারতের স্বার্থ রক্ষা করার জন্য তাঁদের ক্ষমতায় বসানো হয়েছে। যাঁরা ভারতকে খুশি করার জন্য এ ধরনের নতজানু বক্তব্য দিতে পারেন, তাঁদের দিয়ে এ দেশের জনগণের নিরাপত্তা বিধান করা সম্ভব নয়। বিজ্ঞপ্তি।
No comments